আয়ুষ
ভারত চিরাচরিত চিকিৎসা ব্যবস্থার ওপর এক যুগান্তকারী চুক্তির মাধ্যমে আয়ুষকে বিশ্বব্যপী মূল ধারায় নিয়ে আসার জন্য ডব্লুএইচও-র সঙ্গে অংশীদারিত্ব গড়ে তুলেছে
Posted On:
25 MAY 2025 6:05PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৫ মে, ২০২৫
ঐতিহ্যবাহী ঔষধ ব্যবস্থার আন্তর্জাতিক অবস্থানকে রূপান্তরিত করতে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে আয়ুষ মন্ত্রক এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা – ডব্লু এইচ ও-র মধ্যে চলতি বছরের ২৪ মে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ হেলথ ইন্টারভেনশন-এর আওতায় একটি চিরাচরিত চিকিৎসা পদ্ধতিতে কাজ শুরুর প্রতীক।
মন-কি-বাত-এর ১২২-তম পর্বে এর ওপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেন, “বন্ধুগণ আয়ুর্বেদ ক্ষেত্রেও এমন কিছু হয়েছে যে বিষয়ে জানতে পেরে আপনারা অত্যন্ত খুশি হবেন। গতকালই অর্থাৎ ২৪ মে ডব্লু এইচ ও-র মহানির্দেশক এবং আমার বন্ধু তুলসি ভাইয়ের উপস্থিতিতে একটি সমঝোতা পত্র স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি স্বাক্ষরের পরই ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ হেলথ ইন্টারভেনশন-এর আওতায় একটি চিরাচরিত চিকিৎসা পদ্ধতিতে কাজ শুরু হয়েছে। এরফলেই আয়ুষ চিকিৎসা ব্যবস্থাকে বৈজ্ঞানিকভাবে সমগ্র বিশ্বের আরও সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজে সাহায্য পাওয়া যাবে।”
এই চুক্তিকে স্বাগত জানিয়ে ডব্লু এইচ ও-র মহানির্দেশক ডক্টর ট্রেডস অ্যাধানম ঘ্রেবেসিয়াস এক্স বার্তায় বলেন, এই চুক্তি স্বাক্ষর করতে পেরে তিনি আনন্দিত। সুস্বাস্থ্যের জন্য ভারতের নিরন্তর প্রতিশ্রুতিবদ্ধতাকে স্বাগত জানান তিনি।
SC/ PM /AG
(Release ID: 2131265)