ভারী শিল্প মন্ত্রক
পিএম ই-ড্রাইভে বড় বড় শহরগুলি ই-বাস নামানোর প্রক্রিয়া দ্রুত চালু করছে
Posted On:
22 MAY 2025 3:40PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২২ মে , ২০২৫
কেন্দ্রীয় ভারী শিল্প ও ইস্পাত মন্ত্রী শ্রী এইচ ডি কুমার স্বামী পিএম ই-ড্রাইভ কর্মসূচিতে ইলেকট্রিক বাস চালু করা সংক্রান্ত একটি বৈঠকে পৌরোহিত্য করেছেন। বৈঠকে জোর দেওয়া হয় তেলেঙ্গানা, কর্ণাটক, দিল্লি এবং গুজরাট রাজ্যের ওপর – যারা ভারত জুড়ে স্বচ্ছ এবং অন্তর্ভুক্তিমূলক নগর পরিবহন ব্যবস্থার জন্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর স্বপ্নকে এগিয়ে নিয়ে যেতে শক্তিশালী পদক্ষেপ করছে।
বিস্তারিত আলোচনার পরে ভারী শিল্পমন্ত্রী আশ্বস্ত করে জানান, পিএম ই-ড্রাইভ কর্মসূচির চলতি পর্যায়ে বেঙ্গালুরুকে প্রায় ৪,৫০০, হায়দ্রাবাদকে ২,০০০, দিল্লিকে ২,৮০০, আমেদাবাদকে ১,০০০ এবং সুরাতকে ৬০০ ইলেকট্রিক বাস দেওয়া হবে।
শ্রী এইচ ডি কুমার স্বামী বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে তাঁর নেতৃত্বের জন্য ধন্যবাদ, সুস্থায়ী নগর যান চলাচলে ভারত এখন দৃঢ় পদক্ষেপ নিচ্ছে। বেঙ্গালুরু থেকে দিল্লি শহরগুলি এখন উদ্যোগী হয়ে ইলেকট্রিক বাস বেছে নিচ্ছে গণ পরিবহনকে স্বচ্ছ, তৎপর এবং আরও কার্যকর করে তুলতে।”
কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, আমরা শুধু মাত্র ইলেকট্রিক বাস বরাদ্দই করছি না, উদ্ভাবন এবং পরিবেশ সচেতনতা নিয়ে ভারতের পরিবহন ব্যবস্থার ভবিষ্যৎ নির্ধারণ করছি। রাজ্যগুলির সঙ্গে নিবিড় সমন্বয় রেখে আমরা পিএম ই-ড্রাইভ প্রতিশ্রুতি পালনে দৃঢ় সংকল্প।
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে পিএম ই-ড্রাইভের লক্ষ্য ২০২৪-এর এপ্রিল থেকে ২০২৬-এর মার্চ পর্যন্ত ২ বছরে ১০,৯০০ কোটি টাকা খরচ করে ১৪,০২৮টি ইলেকট্রিক বাস পথে নামানোর। এই কর্মসূচি গণ পরিবহনকে বিদ্যুতায়ন করতে বিশ্বে অন্যতম, বৃহত্তম জাতীয় প্রয়াস। ভারী শিল্প মন্ত্রক সকল অংশগ্রহণকারী রাজ্যগুলিকে ঠিক সময়ে ইলেকট্রিক বাস দিয়ে সাহায্য করবে সেই সঙ্গে কাজের প্রস্তুতিতে এবং কৌশলগত অংশীদারিত্বেও সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
SC/AP /SG
(Release ID: 2130580)