পরিবেশওঅরণ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক বিশ্ব পরিবেশ দিবস ২০২৫(বুধবার, ২০২৫) পালন উপলক্ষে প্রচার শুরু করেছে

Posted On: 22 MAY 2025 2:05PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২২ মে , ২০২৫


২০২৫ সালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক আজ দেশব্যাপী ‘এক দেশ, এক মিশন : প্লাস্টিক দূষণ বন্ধ করুন’ শীর্ষক এক অভিযান শুরু করেছে। ভারতের মিশন লাইফের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ সুরক্ষা ও স্থায়ীত্বের প্রতি ভারতের অটুট প্রতিশ্রুতির কথা তুলে ধরে।

কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শ্রী ভূপেন্দ্র যাদব সামাজিক মাধ্যমে প্রাক- প্রচার ভিডিও আপলোড করে প্লাস্টিক দূষণ বন্ধ করার জন্য সকলকে সচেতনতার পাশাপাশি যথাযথ কাজ করার লক্ষ্যে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

প্রতিবছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। মিশন লাইফের মূল ভাবনা একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক না বলুন। এবছর বিশ্ব পরিবেশ দিবস পালনে এই বার্তাটি আরও ব্যাপকভাবে প্রচার করা হবে। 

এই অভিযানের প্রধান বিষয়গুলি হল - প্লাস্টিক দূষণের বিষয়ে সচেতনতা বাড়ানো। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সহ বিভিন্ন প্লাস্টিকের উৎপাদন ও ব্যবহার কম করা, প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ করা এবং প্লাস্টিকের পরিবর্তে বিকল্প ব্যবহারে উৎসাহিত করা। 

বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ পর্যন্ত চলা এই অভিযানে প্লাস্টিক দূষণ সম্পর্কে সচেতনতা বাড়ানো ও পরিবেশ উপযোগী বিকল্প গ্রহণে উৎসাহিত করা হবে। 

এই অভিযানে কেন্দ্রীয় মন্ত্রক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে। মন্ত্রকের তরফে সব নাগরিককে এই অভিযানে অংশ নিয়ে প্লাস্টিক দূষণ সমাপ্ত করতে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। 

 

SC/PM /SG


(Release ID: 2130557)