যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক
সাইবার জালিয়াতির মোকাবিলায় “ফিনান্সিয়াল ফ্রড রিস্ক ইন্ডিকেটর” চালু করল টেলিকম দফতর
Posted On:
21 MAY 2025 4:38PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২১ মে, ২০২৫
সাইবার জালিয়াতি এবং আর্থিক অপরাধের মোকাবিলায় টেলিকম দফতর “ফিনান্সিয়াল ফ্রড রিস্ক ইন্ডিকেটর” (এফআরআই) চালু করার কথা ঘোষণা করেছে। এটি হল বিশেষ এক ধরনের বহুমাত্রিক বিশ্লেষণ ধর্মী প্রকৌশল- যা তৈরি হয়ে উঠেছে ডিজিটাল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্মের একটি অংশ হিসেবে। এর লক্ষ্য, আর্থিক প্রতিষ্ঠানগুলিকে সম্ভাব্য সাইবার জালিয়াতি সম্পর্কে আগাম তথ্য দিয়ে সতর্ক করে দেওয়া।
“ফিনান্সিয়াল ফ্রড রিস্ক ইন্ডিকেটর” আদতে কী ?
এই প্রকৌশল নির্দিষ্ট একটি মোবাইল নম্বরের ক্ষেত্রে আর্থিক জালিয়াতির সম্ভাবনা পরিমাপ করে। এজন্য তথ্য সংগৃহীত হবে ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার, ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালের মতো মঞ্চ থেকে।
টেলিকম দফতরের ডিজিটাল গোয়েন্দা বিভাগ আর্থিক জালিয়াতির ক্ষেত্রে সন্দেহভাজন বিভিন্ন মোবাইল নম্বর সম্পর্কে ধারাবাহিকভাবে তথ্য দিয়ে থাকে। এই ধরনের তথ্য এই কাজে বিশেষ সহায়ক হবে।
ফোন পে, পেটিএম এবং গুগুল পে-র মতো ইউপিআই মঞ্চ থেকে ভারতে ইউপিআই আদান-প্রদানের ৯০ শতাংশ হয়ে থাকে। এই মঞ্চগুলি ডিজিটাল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্মের সঙ্গে সংযুক্তির পথে হাঁটছে।
আরও জানতে যান টেলিকম দফতরের এই হ্যান্ডেলগুলিতে
X - https://x.com/DoT_India
Insta- https://www.instagram.com/department_of_telecom?igsh=MXUxbHFjd3llZTU0YQ==
Fb - https://www.facebook.com/DoTIndia
SC/ AC /AG
(Release ID: 2130305)