বিদ্যুৎমন্ত্রক
ব্রাজিলে ব্রিকস দেশগুলির শক্তিমন্ত্রীদের বৈঠকে অন্তর্ভুক্তিমূলক জ্বালানি ব্যবস্থাপনার পক্ষে সওয়ালে মুখ্য ভূমিকায় ভারত
प्रविष्टि तिथि:
20 MAY 2025 8:35AM by PIB Kolkata
নতুন দিল্লি, ২০ মে ২০২৫
ব্রাজিলের ব্রাসিলিয়ায় ১৯ মে ২০২৫ ব্রিকস শক্তিমন্ত্রীদের বৈঠকে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিলেন কেন্দ্রীয় বিদ্যুৎ এবং আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী শ্রী মনোহর লাল।
জ্বালানি সংক্রান্ত নিরাপত্তার গুরুত্ব তুলে ধরে তিনি অর্থনৈতিক সুস্থিতি এবং অন্তর্ভু্ক্তিমূলক জ্বালানি ব্যবস্থাপনার পক্ষে জোরালো সওয়াল করেন।
বৈঠকের থিম ছিল – ‘আরও অন্তর্ভুক্তিমূলক এবং ধারাবাহিক প্রশাসনের ক্ষেত্রে দক্ষিণী বিশ্বের দেশগুলির পারস্পরিক সহযোগিতা জোরদার করা’। এক্ষেত্রে ভারতের ভূমিকার উল্লেখ করেন তিনি।
শ্রী মনোহর লাল বলেন, ভারতে বিগত দশকে বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা ৯০ শতাংশ বেড়েছে। ২০২৫-এ ভারতের বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা দাঁড়িয়েছে ৪৭৫ গিগাওয়াট। ২০৩২ নাগাদ তা ৯০০ গিগাওয়াটে নিয়ে যাওয়ার লক্ষ্য রাখা হয়েছে। সৌর ও বায়ু বিদ্যুৎ উৎপাদনে বিশ্বের দেশগুলির মধ্যে ভারত তৃতীয়। জলবায়ু পরিবর্তন রোধে জাতীয় ভিত্তিতে নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ভারতে কাজ চলছে দ্রুত গতিতে। ২০% ইথানল মিশ্রণের উদ্যোগ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ। এছাড়াও স্মার্ট গ্রিড এবং গ্রীন এনার্জি করিডোর গড়ে তুলে এই কাজে দ্রুত এগিয়ে চলেছে ভারত। ২০৪৭ সাল নাগদ পারমাণবিক উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা ১০০ গিগাওয়াটে নিয়ে যেতে উদ্যোগী ভারত সরকার।
পরিবেশবান্ধব শক্তি উৎপাদনের ক্ষেত্রে বিশ্ব জৈব জ্বালানি জোট অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে ভারতের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে।
শ্রী মনোহর লাল বলেন, বিশ্বে, বিশেষত উন্নয়নশীল দেশগুলিতে জীবাশ্ম জ্বালানি মোট জ্বালানির চাহিদা মেটানোয় এখনও অবশ্যই বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ। এই সব দেশে পরিবেশবান্ধব শক্তি উৎপাদন ক্ষেত্রের প্রসারে উন্নত দেশগুলির তরফ থেকে প্রযুক্তিগত এবং অন্যান্য সহায়তা বিশেষ ভাবে জরুরী।
২০২৬-এ ব্রিকস শক্তিমন্ত্রীদের বৈঠক হবে ভারতে। তাতে যোগ দেওয়ার জন্য শ্রী মনোহর লাল সংশ্লিষ্ট দেশগুলির প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছেন।
ব্রাজিলের বৈঠকে আন্তর্জাতিক জ্বালানি বাজারকে আরও উন্মুক্ত ও দক্ষ করে তোলার লক্ষ্যে পারস্পরিক অংশীদারিত্ব আরও জোরদার করার কথা বলা হয়েছে। জোর দেওয়া হয়েছে জ্বালানি বাণিজ্যে স্থানীয় মুদ্রার ব্যবহারের ওপর।
SC/AC/AS
(रिलीज़ आईडी: 2129819)
आगंतुक पटल : 8