প্রতিরক্ষামন্ত্রক
প্রতিরক্ষা সচিব ইস্টার্ন নাভাল কমান্ড পরিদর্শন করেছেন
प्रविष्टि तिथि:
18 MAY 2025 2:20PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৮ মে , ২০২৫
প্রতিরক্ষা সচিব শ্রী রাজীব কুমার সিং ১৬-১৭ মে, ২০২৫ দু’দিনের সফরে বিশাখাপত্তনমে ইস্টার্ন নাভাল কমান্ড পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে প্রতিরক্ষা সচিব ইস্টার্ন নাভাল কমান্ডের ফ্ল্যাগ অফিসার কম্যান্ডিং-ইন-চিফ ভাইস অ্যাডমিরাল রাজেশ পেনধারকরের সঙ্গে কথা বলেন।
তাঁকে কম্যান্ডের কর্মসক্ষমতা এবং গুরুত্বপূর্ণ কাজের সম্পর্কে অবহিত করা হয়। নৌবাহিনীর কর্মকুশলতা ও কৌশলগত সক্ষমতা আরও বাড়ানোর লক্ষ্যে পূর্ব উপকূলে চলতি ও পরিকল্পিত পরিকাঠামো উন্নয়ন প্রকল্পগুলির বিস্তারিত প্রতিবেদন পেশ করা হয় তাঁর সামনে।
SC/AP /SG
(रिलीज़ आईडी: 2129565)
आगंतुक पटल : 7