ক্ষুদ্র, অতিক্ষুদ্রওমাঝারিশিল্পমন্ত্রক
অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ মন্ত্রক জাতীয় পুরস্কার ২০২৪-এর জন্য এমএসএমই-দের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করেছে
Posted On:
15 MAY 2025 4:38PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৫ মে, ২০২৫
অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ মন্ত্রক এমএসএমই উদ্যোক্তাদের অসাধারণ কর্মদক্ষতার অবদানকে স্বীকৃতি দিয়ে থাকে এবং জাতীয় পর্যায়ে পুরস্কার প্রদানের মাধ্যমে তাদের অনুপ্রাণিত ও উৎসাহিত করে। বর্তমানে বিভিন্ন বিভাগে এমএসএমই-দের জন্য ৩৫টি জাতীয় পুরস্কার দেওয়া হয়। মহিলা উদ্যোক্তা, তপশিলি জাতি/উপজাতি উদ্যোক্তা এবং উত্তর পূর্বাঞ্চলের এমএসএমই উদ্যোক্তাদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। এই প্রকল্পের আওতায় পুরস্কারপ্রাপ্ত এমএসএমই-দের ট্রফি এবং শংসাপত্র ছাড়াও ৩ লক্ষ (প্রথম পুরস্কার), ২ লক্ষ (দ্বিতীয় পুরস্কার) ও ১ লক্ষ (তৃতীয় পুরস্কার) টাকা নগদ পুরস্কার দেওয়া হয়।
২০২৪ সালে জাতীয় পুরস্কারের জন্য বিভিন্ন বিভাগে এমএসএমই-দের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। চলতি বছরের ১৪ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত জাতীয় পুরস্কার পোর্টাল (https://dashboard.msme.gov.in/na/Ent_NA_Admin/Ent_index.aspx)-এর মাধ্যমে আবেদন করা যাবে। আগ্রহী এমএসএমই-রা স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রীয় পুরস্কার পোর্টাল (https://awards.gov.in/)-এর মাধ্যমেও আবেদনপত্র জমা দিতে পারে। বিস্তারিত তথ্য https://www.dcmsme.gov.in/-এই লিঙ্কে পাওয়া যাবে। আগ্রহী এমএসএমই-রা নিকটবর্তী এমএসএমই উন্নয়ন ও সুবিধা অফিস (এমএসএমই-ডিএফও) অথবা .011-23063342-এই নম্বরে টেলিফোন করে যোগাযোগ করতে পারে।
SC/SS/NS
(Release ID: 2129040)