প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী : নক্সাল প্রভাবিত এলাকায় শান্তি স্থাপনে আমরা সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ

Posted On: 14 MAY 2025 10:09PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ১৪ মে, ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন যে নিরাপত্তা বাহিনীর সাফল্যে বোঝা যাচ্ছে নকশালবাদের শিকড় উপরে ফেলতে আমাদের অভিযান সঠিক পথেই এগোচ্ছে। শ্রী মোদী আরও বলেছেন:

“নকশাল প্রভাবিত এলাকায় শান্তি ফিরিয়ে আনতে এবং তাদের উন্নয়নের মূলস্রোতে আনতে আমরা পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ।”   

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ-এর এক পোস্টের জবাবে প্রধানমন্ত্রী এক্স-এ পোস্ট করেছেন;

“নিরাপত্তা বাহিনীর এই সাফল্য জানাচ্ছে নকশালবাদকে শিকড় থেকে উপরে ফেলার লক্ষ্যে আমাদের অভিযান সঠিক পথেই এগিয়ে যাচ্ছে। নকশাল প্রভাবিত এলাকায় শান্তি স্থাপনের সঙ্গে সঙ্গে তাদের উন্নয়নের মূলস্রোতে যুক্ত করতে আমরা পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ।” 


SC/ AP /AG


(Release ID: 2128809)