সংস্কৃতিমন্ত্রক
জাতীয় সংগ্রহালয়ে ভেসাক দিবস উদযাপনে বুদ্ধের পরম্পরাকে শ্রদ্ধা জানান কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এবং কিরেণ রিজিজু
प्रविष्टि तिथि:
12 MAY 2025 6:21PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১২ মে, ২০২৫
বুদ্ধ পূর্ণিমার পবিত্র অনুষ্ঠান ভেসক বা বুদ্ধ জয়ন্তী হিসেবে পরিচিত। নতুন দিল্লির জাতীয় সংগ্রহালয়ে এই দিবসটির উদযাপন করা হয়। অনুষ্ঠানে ভগবান বুদ্ধের পবিত্র দেহাবশেষে শ্রদ্ধা নিবেদন করা হয়।
কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এবং সংসদীয় বিষয়ক ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী শ্রী কিরেণ রিজিজু পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানান। অনুষ্ঠানটি ভক্তি প্রদর্শনের পাশাপাশি নান্দনিক বৌদ্ধ শিল্পকলা প্রত্যক্ষ করার সুযোগ করে দেয়। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী কিরেণ রিজিজু, বিশ্ব বৌদ্ধ সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা ব্যক্ত করেন এবং বর্তমান বিশ্ব শান্তি ও সহিষ্ণুতা রক্ষায় বুদ্ধের বাণীর প্রাসঙ্গিকতা তুলে ধরেন। বুদ্ধের পবিত্র দেহাবশেষ’কে ঘিরে উপস্থিত দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ চোখে পড়ে । একটি ফলকে ক্ষোদিত বুদ্ধের জীবনের আটটি মহান ঘটনা(অষ্টমহাপ্রতিহার্য)-এর ওপর আলোকপাত করেন
কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী। বোধিসত্ত্ব, মুকুট পরিহিত বুদ্ধ,মহাযান ও বজ্রযান বৌদ্ধ ধর্মীয় শাখার বিভিন্ন দেবমূর্তির শৈল্পিক শোভা উপস্থিত সকলকে বিস্মিত করে।
মন্ত্রীরা এরপর বৌদ্ধ গ্যালারি পরিদর্শন করেন। সেখানে বুদ্ধের জীবন ও বাণীকে তুলে ধরা হয়েছে। বুদ্ধের জীবন দর্শন, বিভিন্ন শিল্প কর্ম ও প্রাচীন পুরাকীর্তির মধ্যে শোভা পাচ্ছে। বুদ্ধের জীবনদর্শন ও শিক্ষা সম্বলিত নানা প্রতীকী চিত্র সকলের দৃষ্টি আকর্ষন করে।
বিশিষ্ট অতিথিদের মধ্যে জাতীয় সংগ্রহালয়ের মহানির্দেশক গুরমিত সিং চাওলা, আন্তর্জাতিক বৌদ্ধ ফেডারেশনের মহানির্দেশক অভিজিৎ হালদার, সংস্কৃতি মন্ত্রকের যুগ্মসচিব সমর নন্দা সহ বৌদ্ধ সন্ন্যাসী, পণ্ডিত এবং দর্শকরা উপস্থিত ছিলেন।
জনসাধারণের জন্য এই গ্যালারি সারা দিন খোলা রাখা হয়।
SC/AB/SB
(रिलीज़ आईडी: 2128398)
आगंतुक पटल : 15