স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
azadi ka amrit mahotsav

২০৩০-এর মধ্যে সুসংহত উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের পথে ভারতে মা ও শিশুমৃত্যুর হার ক্রমাগত নিম্নমুখী

Posted On: 10 MAY 2025 9:58AM by PIB Kolkata

 

নয়াদিল্লি, ১০ মে, ২০২৫

 

৭ই মে, ২০২৫ তারিখে ভারতের রেজিস্ট্রার জেনারেল (আরজিআই) কর্তৃক প্রকাশিত নমুনা নিবন্ধন ব্যবস্থা (এসআরএস) প্রতিবেদন ২০২১ অনুসারে, ভারত মা ও শিশু স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ সূচকগুলিতে উল্লেখযোগ্য উন্নতি অব্যাহত রেখেছে।

নমুনা নিবন্ধন ব্যবস্থা (এসআরএস) এর উপর ভিত্তি করে ভারতে মাতৃমৃত্যুর উপর বিশেষ বুলেটিন, ২০১৯-২১ অনুসারে, দেশের মাতৃমৃত্যুর অনুপাত (এমএমআর) উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে, যা ২০১৪-১৬ সালে প্রতি লক্ষ জীবিত জন্মের ক্ষেত্রে ১৩০ থেকে ৩৭ পয়েন্ট কমে ২০১৯-২১ সালে ৯৩ এ দাঁড়িয়েছে।

একইভাবে, নমুনা নিবন্ধন ব্যবস্থার পরিসংখ্যান প্রতিবেদন ২০২১ অনুসারে, শিশু মৃত্যুহার সূচকের নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। ২০১৪ সালে দেশে শিশুমৃত্যুর হার প্রতি ১০০০ জন জীবিত জন্মে ৩৯ থেকে কমে ২০২১ সালে প্রতি ১০০০ জীবিত জন্মে ২৭ এ দাঁড়িয়েছে। নবজাতকমৃত্যুর হার ২০১৪ সালে প্রতি ১০০০ জন জীবিত জন্মে ২৬ থেকে কমে ২০২১ সালে প্রতি ১০০০ জীবিত জন্মে ১৯ এ নেমে এসেছে। পাঁচ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুহার ২০১৪ সালে প্রতি ১০০০ জীবিত জন্মে ৪৫ থেকে কমে ২০২১ সালে প্রতি ১০০০ জীবিত জন্মে ৩১ এ নেমে এসেছে। জন্মের সময় লিঙ্গ অনুপাত ২০১৪ সালে ৮৯৯ থেকে বেড়ে ২০২১ সালে ৯১৩ তে দাঁড়িয়েছে। মোট উর্বরতা হার ২০২১ সালে ২.০ এ স্থিতিশীল, যা ২০১৪ সালে ২.৩ থেকে উল্লেখযোগ্য উন্নতি।

 

এসআরএস ২০২১ রিপোর্ট অনুসারে,

 

*আটটি রাজ্য ইতিমধ্যেই মাতৃ মৃত্যুর অনুপাতে সুসংহত উন্নয়নের লক্ষ্য অর্জন করেছে: কেরালা (২০), মহারাষ্ট্র (৩৮), তেলেঙ্গানা (৪৫), অন্ধ্রপ্রদেশ (৪৬), তামিলনাড়ু (৪৯), ঝাড়খণ্ড (৫১), গুজরাট (৫৩), কর্ণাটক (৬৩)।

 

*বারোটি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল ইতিমধ্যেই পাঁচ বছরের নিচে শিশু মৃত্যুর হার হ্রাসের ক্ষেত্রে সুসংহত উন্নয়নের লক্ষ্য অর্জন করেছে: কেরালা (৮), দিল্লি (১৪), তামিলনাড়ু (১৪), জম্মু ও কাশ্মীর (১৬), মহারাষ্ট্র (১৬), পশ্চিমবঙ্গ (২০), কর্ণাটক (২১), পাঞ্জাব (২২), তেলেঙ্গানা (২২), হিমাচল প্রদেশ (২৩), অন্ধ্রপ্রদেশ (২৪) এবং গুজরাট (২৪)।

 

*ছয়টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল ইতিমধ্যেই নবজাতক মৃত্যুহার হ্রাসের ক্ষেত্রে সুসংহত উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন করেছে: কেরালা (৪), দিল্লি (৮), তামিলনাড়ু (৯), মহারাষ্ট্র (১১), জম্মু ও কাশ্মীর (১২) এবং হিমাচল প্রদেশ (১২)।

 

এছাড়াও, মা ও শিশু মৃত্যুহার হ্রাসের ক্ষেত্রে ভারতের অগ্রগতি বিশ্বব্যাপী গড়ের চেয়েও বেশি।

 

৭ এপ্রিল ২০২৫ তারিখে প্রকাশিত বর্তমান জাতিসংঘের মাতৃ মৃত্যু মূল্যায়ন সংক্রান্ত আন্তঃ-সংস্থা গ্রুপ রিপোর্ট ২০০০-২০২৩ অনুসারে, ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত ভারতের মাতৃ মৃত্যুহার ২৩ পয়েন্ট কমেছে। এই অর্জনের ফলে, ১৯৯০ থেকে ২০২৩ সাল পর্যন্ত গত ৩৩ বছরে বিশ্বব্যাপী ৪৮% হ্রাসের তুলনায় ভারতের মাতৃ মৃত্যুহার এখন ৮৬% কমেছে।

এই উন্নতিগুলি ভারত সরকারের কৌশলগত হস্তক্ষেপ এবং অটল প্রতিশ্রুতির ফলাফল।

সরকারের প্রধান স্বাস্থ্য প্রকল্পগুলি মর্যাদাপূর্ণ, সম্মানজনক এবং উচ্চমানের স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত করে। এক্ষেত্রে সম্পূর্ণ বিনামূল্যে, যত্নের অস্বীকৃতির ক্ষেত্রে শূন্য সহনশীলতা বজায় রেখে, নির্বিঘ্নে সমন্বয় সাধন করছে। আয়ুষ্মান ভারত হল বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য সুনিশ্চিতকরণ উদ্যোগ, যা প্রত্যেক পরিবারকে বার্ষিক ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য কভারেজ প্রদান করে। তাছাড়া রোগীদের আর্থিক সুরক্ষা এবং প্রয়োজনীয় পরিষেবাগুলিতে অ্যাক্সেস সুনিশ্চিত করে।

প্রত্যেক গর্ভবতী মহিলার বিনামূল্যে প্রাতিষ্ঠানিক প্রসবের অধিকার রয়েছে, যার মধ্যে রয়েছে সিজারিয়ান সেকশন, বিনামূল্যে পরিবহন, ওষুধ, রোগ নির্ণয় এবং জনস্বাস্থ্য সুবিধাগুলিতে পুষ্টি সহায়তা। আয়ুষ্মান ভারত প্রকল্পের কেন্দ্রীভূত হস্তক্ষেপ তাঁদের এই অধিকার সুনিশ্চিত করে। অন্তর্ভুক্তিমূলক এবং ন্যায়সঙ্গত অ্যাক্সেস নিশ্চিত করার জন্য, মন্ত্রক মাতৃত্বকালীন অপেক্ষা কেন্দ্র, মাতৃ ও শিশু স্বাস্থ্য (এমসিএইচ) শাখা, প্রসূতি উচ্চ নির্ভরতা ইউনিট (এইচডিইউ)/নিবিড় পরিচর্যা ইউনিট (আইসিইউ) নবজাতক স্থিতিশীলকরণ ইউনিট (এনবিএসইউ), অসুস্থ নবজাতক পরিচর্যা ইউনিট (এসএনসিইউ), মা-নবজাতক পরিচর্যা ইউনিট এবং জন্মগত ত্রুটির স্ক্রিনিংয়ের জন্য নিবেদিতপ্রাণ কর্মসূচি প্রতিষ্ঠা করে স্বাস্থ্য পরিকাঠামো উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করেছে।

অকাল প্রসবের জন্য প্রসবপূর্ব কর্টিকোস্টেরয়েডের ব্যবস্থাপনা, ক্রমাগত পজিটিভ এয়ারওয়ে প্রেসার (সিপিএপি) ব্যবহার এবং শ্রবণ ও দৃষ্টিশক্তি পরীক্ষা করার জন্য কাঠামোগত ফলোআপের মতো গুরুত্বপূর্ণ ক্লিনিকাল অনুশীলনগুলি নবজাতকের বেঁচে থাকার ফলাফল উন্নত করার ক্ষেত্রেও এই ব্যবস্থা অবদান রাখে। এই ব্যবস্থা আমাদের দেশে এখন বার্ষিক প্রায় 300 লক্ষ নিরাপদ গর্ভাবস্থা এবং ২৬০ লক্ষ সুস্থ জীবিত জন্মকে সুনিশ্চিত করে।

একটি মূল অগ্রাধিকার হল দেশের প্রতিটি কোণে মানসম্পন্ন স্বাস্থ্য- পরিষেবা পৌঁছে দেওয়া সুনিশ্চিত করা। সুবিধা-ভিত্তিক মানসম্পন্ন সার্টিফিকেশন, স্বাস্থ্য- পরিষেবা কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং শক্তিশালী তত্ত্বাবধান ব্যবস্থার মাধ্যমে এটি মোকাবেলা করা হচ্ছে। প্রয়োজনীয় মাতৃ ও শিশু স্বাস্থ্য পরিষেবা প্রদানের জন্য দক্ষ জন্ম পরিচালিকা, ধাত্রী এবং কমিউনিটি স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ এবং মোতায়েনের উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।

মন্ত্রক ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে মা, নবজাতক এবং শিশু স্বাস্থ্যের জন্য গড়ে তোলা স্বাস্থ্য ডেটা সিস্টেম এবং রিয়েল-টাইম নজরদারি জোরদার করছে, যার ফলে ডেটা-চালিত, প্রমাণ-ভিত্তিক নীতিগত সিদ্ধান্তগুলি সহজভাবে নেওয়া যাচ্ছে।

 

SC/SB/DM


(Release ID: 2128127) Visitor Counter : 2