নির্বাচনকমিশন
azadi ka amrit mahotsav

প্রশিক্ষন দানে ভারতের নির্বাচন কমিশনের মাইলফলক- ক্ষেত্রীয় পর্যায়ের ২,৩০০ জনেরও বেশি নির্বাচনী কর্মীর আইআইআইডিইএম-এ প্রশিক্ষণ

Posted On: 07 MAY 2025 3:52PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৭ মে, ২০২৫

 


ভারতের নির্বাচন কমিশন তামিলনাড়ু ও পুদুচেরি থেকে ক্ষেত্রীয় পর্যায়ে যুক্ত নির্বাচনী কর্মীদের তামিল ভাষায় প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে এক উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। দিল্লির আইআইআইডিইএম-এ এই মিশ্র-ব্যাচের প্রশিক্ষণ কর্মসূচিতে ২৯৩ জন অংশ নিয়েছেন। এর মধ্যে ২৬৪ জন বিএলও সুপারভাইজার, ১৪ জন ইআরও এবং ২ জন ডিইও সহ অন্য আধিকারিকরা অংশগ্রহণ করেছেন। 

উদ্বোধনী ভাষণে মুখ্য নির্বাচনী কমিশনার শ্রী জ্ঞানেশ কুমার বলেন, বিএলও-রা হলেন ভোটারদের সঙ্গে ভারতের নির্বাচন কমিশনের যোগাযোগের প্রথম মাধ্যম। তাই সঠিক ও নির্ভুল ভোটার তালিকা সুনিশ্চিত করার ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গত কয়েক সপ্তাহে আইআইআইডিইএম-এ আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচিতে প্রায় ২,৩০০ জন প্রশিক্ষণ নিয়েছেন। দুদিনের এই প্রশিক্ষণ কর্মসূচি আগামী কয়েক বছরে দেশের ১ লক্ষেরও বেশি বিএলও সহ নির্বাচনী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত সকল স্তরের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে বিশেষ কাজে আসবে। 

ফর্ম ৬, ৭ এবং ৮ সহ বিভিন্ন ফর্মের নির্ভুল পূরণ নিশ্চিত করার জন্য বিএলও সুপারভাইজারদের বিভিন্নভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর মধ্যে তথ্য প্রযুক্তির ব্যবহারিক প্রশিক্ষণ রয়েছে। এই বিএলও সুপারভাইজারদের অন্যান্য বিএলও-দের প্রশিক্ষণ দেওয়ার জন্য বিধানসভা স্তরে মাস্টার ট্রেনার হিসেবে নিযুক্ত করা হবে। 


SC/SS/SKD


(Release ID: 2127557) Visitor Counter : 5
Read this release in: Telugu , English , Urdu , Hindi , Tamil