যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারত টেলিকম ২০২৫-এর উদ্বোধনে দেশে রপ্তানি সম্ভাবনার ওপর আলোকপাত কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার

Posted On: 06 MAY 2025 1:41PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৬ মে, ২০২৫

 

কেন্দ্রীয় যোগাযোগ এবং উত্তর পূর্বাঞ্চল এলাকা উন্নয়ন মন্ত্রী শ্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া বলেছেন, ভারত টেলিকম কেবল একটি সম্মেলনই নয় তা উদ্ভাবন, সহযোগিতা এবং অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির মধ্যে দিয়ে বৈশ্বিক যোগাযোগের ভবিষ্যৎ নির্মাণে ভারতের অভিপ্রায়ের এটা এক ঘোষণাপত্র স্বরূপ। নতুন দিল্লিতে আজ ভারত টেলিকম ২০২৫-এর উদ্বোধন করে তিনি বলেন, নতুন ধারনা, উদ্ভাবন ও অভিপ্রায় যখন এক ঐক্যসূত্রে গ্রথিত হয় তখন তাকে আর কর্কশ শোনায় না বরং ঐক্যতানে পরিণত হয়। 

টেলি যোগাযোগ দফতর (ডিওটি)-এর সঙ্গে যৌথভাবে টেলিকম ইক্যুইপমেন্ট অ্যান্ড সার্ভিসেস এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল (টিইপিসি) এই সম্মেলনের আয়োজন করেছে। টেলিকম নির্মাণ, পরিষেবা এবং রপ্তানিতে বিশ্বহাব হয়ে উঠতে ভারতের দৃষ্টিভঙ্গী প্রসারে ভারত টেলিকম ২০২৫- একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ২ দিনের এই সম্মেলনে অংশীদারদের মতামত বিনিময়ের জন্য তা এক মঞ্চ তৈরি করে দিয়েছে। এর পাশাপাশি আন্তর্জাতিক বিজনেস এক্সপো-রও আয়োজন করেছে। সম্মেলনের উদ্বোধন করে শ্রী সিন্ধিয়া বলেন, টেলিকম দফতর কেবল গ্রামগুলিকে যুক্ত করছে না বরং ভবিষ্যৎকে যুক্ত করছে। প্রতিটি টাওয়ার নির্মাণ এবং প্রতিটি শব্দ তরঙ্গ প্রেরণের মধ্যে দিয়ে টেলিকম দফতর ১৪০ কোটি দেশবাসীকে ভবিষ্যৎ সম্ভাবনার সঙ্গে যুক্ত করছি। তিনি জোর দিয়ে বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দূরদৃষ্টি এবং অবিচল সংকল্পের মধ্যে দিয়ে ভারত ডিজিটাল অনুসারীর বদলে এখন বিশ্ব ডিজিটাল নেতৃত্বের স্থানে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিটি আকাঙ্খাকে পরিকাঠামোয় রূপ দেওয়া হচ্ছে, নীতিকে রূপ দেওয়া হচ্ছে অগ্রগতিতে। তিনি বলেন, কেবলমাত্র ২২ মাসের মধ্যে ৯৯ শতাংশ গ্রামকে ৫জি- প্রযুক্তির সঙ্গে যুক্ত করা হয়েছে। জনসংখ্যার ৮২ শতাংশকে ৪ লক্ষ ৭০ হাজার টাওয়ার তৈরিতে এই নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসা হয়েছে, যা টেলিকম ক্ষেত্রে এক বিপ্লব। তিনি বলেন, ভারত জুড়ে নির্মিত এই ডিজিটাল মহাসড়কে কেবলমাত্র যোগাযোগ প্রসারিত হয়েছে তাই নয়, তা হয়ে উঠেছে পরিকাঠামোর পরিকাঠামো। যার মধ্যে দিয়ে ১৪০ কোটি দেশবাসী স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, পরিচালন এবং অর্থনৈতিক সুবিধার সুযোগ পাচ্ছেন। তিনি বলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বের ফলে ভারত এখন ৪জি এবং ৫জি প্রযুক্তি ক্ষেত্রে কেবল বিশ্বের সঙ্গে তাল মিলিয়েই চলছে তাই নয়, বরং প্রযুক্তিগত উদ্ভাবন এবং দ্রুত সংস্কারের মধ্যে দিয়ে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। টেলিকম ক্ষেত্রে ভারতের এই রূপান্তরমূলক শক্তির ফলে সামাজিক ক্ষেত্রে এক বিপুল রূপান্তর ঘটে গেছে। ৯০- এর দশকে যেখানে মুষ্টিমেয় মানুষের হাতে মোবাইল ফোন থাকত, সেই সময়কার অত্যন্ত ব্যয়বহুল মোবাইল ফোনের জায়গায় ভারত এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম টেলিকম বাজার এবং সর্বাপেক্ষা সস্তায় ডেটা সরবরাহকারী দেশ। 

অনুষ্ঠানে কেন্দ্রীয় যোগাযোগ প্রতিমন্ত্রী ডঃ পেমমাসানি চন্দ্রশেখর বলেন, ভারত এখন আর কেবলমাত্র বাজার বা ক্রেতা হিসেবেই নয় বরং তা এখন সৃষ্টিশীল সহযোগী হিসেবে বিশ্বমানের টেলিকম সমাধান প্রদানকারী দেশ। ঐতিহাসিক মেড ফর ইন্ডিয়া এখন মেড বাই ইন্ডিয়ায় নামাঙ্কিত হয়েছে।     

টিইপিসি-র চেয়ারম্যান শ্রী অর্ণব রায় সম্মেলনে বলেন, দেশজ টেলিকম পরিমন্ডলের ক্ষেত্রে ভারত টেলিকম দেশের রূপান্তরমূলক শক্তিকে এই সম্মেলনে তুলে ধরেছে। ভারত সরকারের কৌশলগত নীতি টেলিকম ক্ষেত্রের উদ্ভাবন এবং নির্মাণের ক্ষেত্রকে প্রসারিত করেছে। ৮০ টিরও বেশি প্রথম সারির ভারতীয় টেলিকম এবং আইসিটি কোম্পানি তাদের উদ্ভাবনী পণ্য এবং সমাধান সূত্র নিয়ে সম্মেলনে হাজির হয়েছে। ৩৫ টিরও বেশি দেশ থেকে ১৩০ জনেরও বেশি বিদেশি প্রতিনিধি এই সম্মেলনে যোগ দিয়েছেন। ৫ জির মতো অত্যাধুনিক যোগাযোগ প্রযুক্তি, অপটিক্যাল ফাইবার, ব্রডব্যান্ড পরিকাঠামো, উপগ্রহ যোগাযোগ, আইওটি এবং কৃত্রিম মেধা পরিচালিত কৃত্রিম নেটওয়ার্ক প্রভৃতি বিষয় নিয়ে সম্মেলনে আলোচনা হয়।   

আরও জানতে ডিওটি হ্যান্ডেলগুলিকে অনুসরণ করুন : 
X - https://x.com/DoT_India
Insta - https://www.instagram.com/department_of_telecom?igsh=MXUxbHFjd3llZTU0YQ==
Fb - https://www.facebook.com/DoTIndia
YT- https://www.youtube.com/@departmentoftelecom]
X (Hon’ble MoC): https://x.com/jm_scindia/status/1919659110099828923?s=46

 

 

SC/AB /SG


(Release ID: 2127368)