বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
azadi ka amrit mahotsav

মহা-ইভি মিশনকে সহায়তার জন্য সাতটি গুরুত্বপূর্ণ প্রকল্প বাছাই করা হয়েছে

Posted On: 05 MAY 2025 12:16PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৫ মে, ২০২৫

 

মিশন ফর অ্যাডভান্সমেন্ট অফ হাই ইম্প্যাক্ট এরিয়াজ অন ইলেক্ট্রিক ভেহিকেলস বা মহা-ইভি প্রকল্পে সহায়তার জন্য অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন বা এএনআরএফ সাতটি গুরুত্বপূর্ণ প্রকল্পকে বাছাই করেছে। এএনআরএফ-এর জাতীয় কর্মসূচির আওতায় এই প্রকল্পগুলি ভারতে বৈদ্যুতিক গাড়ি সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান করবে। মূলত তিন ধরনের বিষয়বস্তু নিয়ে এই প্রকল্পগুলিতে কাজ করা হবে। এগুলি হল – 
(১) ট্রপিক্যাল ইভি ব্যাটারি অ্যান্ড ব্যাটারি সেলস (টিভি-১), 
(২) পাওয়ার ইলেক্ট্রনিক্স, মেশিন্স অ্যান্ড ড্রাইভস বা পিইএমডি (টিভি-২) এবং
(৩) ইভি চার্জিং ইনফ্রাস্ট্রাকচার (টিভি-৩)।

প্রতিটি প্রকল্প বাস্তবায়নের সময় শিক্ষা প্রতিষ্ঠান এবং গবেষণাগারের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে, যেগুলি ভারতে বৈদ্যুতিক গাড়ির গবেষণা ও উন্নয়নের ক্ষেত্রে সহায়ক হবে। যে সংস্থাগুলিকে এই প্রকল্পগুলির জন্য বাছাই করা হয়েছে সেগুলি হল – বম্বে আইআইটি, হায়দরাবাদের ইন্টারন্যাশনাল অ্যাডভান্সড রিসার্চ সেন্টার ফর পাউডার মেটালার্জি অ্যান্ড নিউ ম্যাটেরিয়ালস, সুরাটকালের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনলজি, কানপুর আইআইটি, বেনারসের আইআইটি-বিএইচইউ, পিলানির সিএসআইআর-সেন্ট্রাল ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট এবং খড়্গপুর আইআইটি। এএনআরএফ-এর এই প্রকল্পগুলির জন্য ২২৭টি প্রস্তাব জমা পড়ে। এগুলির মধ্য থেকে এই সাতটি সংস্থার প্রস্তাবকে বাছাই করা হয়। সাতটি প্রকল্পের মধ্যে টিভি-১-এর জন্য দুটি, টিভি-২-এর জন্য তিনটি এবং টিভি-৩-এর জন্য দুটি সংস্থা কাজ করবে। এর ফলে, বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে স্থিতিশীল, আত্মনির্ভর এক ব্যবস্থাপনা গড়ে উঠবে যা সংশ্লিষ্ট ক্ষেত্রে নানা ধরনের উদ্ভাবনকে উৎসাহিত করবে।

নির্বাচিত সাতটি সংস্থা সম্পর্কে বিশদ তথ্য পেতে এই লিঙ্কে ক্লিক করুন -

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/may/doc202555550501.pdf

 

SC/CB/DM..


(Release ID: 2127069) Visitor Counter : 6