আইনওবিচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

প্রেস বিজ্ঞপ্তি

Posted On: 30 APR 2025 11:12AM by PIB Kolkata

নতুন দিল্লি , ৩০ এপ্রিল , ২০২৫

 

সংবিধানে প্রদত্ত ক্ষমতা অনুযায়ী ভারতের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই – এর নিযুক্তি সংক্রান্ত নথিতে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি। বিচারপতি গাভাই আগামী ১৪ মে ২০২৫, ভারতের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেবেন। ভারত সরকারের বিচার দফতর এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিচার গাভাই-এর জন্ম ১৯৬০ সালের ২৪ নভেম্বর অমরাবতীতে। ১৯৮৫-র ১৬ মার্চ তিনি বার – এ যোগ দেন। ১৯৮৭ পর্যন্ত প্রয়াত ব্যারিস্টার ও বিচারপতি শ্রী রাজা এস ভোঁসলের সহযোগী হিসেবে কাজ করেন তিনি। ১৯৮৭-১৯৯০ সময়কালে তিনি স্বাধীনভাবে বম্বে হাইকোর্টে আইনজীবী হিসেবে কাজ করেন। এরপর তিনি প্রধানত বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চে দীর্ঘদিন আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন । 

সাংবিধানিক ও প্রশাসনিক আইন সংক্রান্ত বিশেষজ্ঞ,  বিচারপতি গাভাই আগে নাগপুর ও অমরাবতী পুরনিগম এবং অমরাবতী বিশ্ববিদ্যালয়ের আইনি পরামর্শদাতার দায়িত্ব সামলেছেন। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্বশাসিত সংস্থার হয়ে আইনি সওয়াল করেছেন তিনি। 
২০০৩ এর ১৪ নভেম্বর তিনি বম্বে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত হন। স্থায়ী বিচারপতি হন ২০০৫ –এর ১২ নভেম্বর। সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে কাজ শুরু করেন ২০১৯-এর ২৪ মে। 

তিনি বিগত ৬ বছরে প্রায় ৭০০ বেঞ্চে বিচারপতি হিসেবে যোগ দিয়েছেন । মৌলিক অধিকার, নাগরিক অধিকার এবং নাগরিক অধিকার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সাংবিধানিক বেঞ্চের রায় সহ প্রায় ৩০০ রায় লিখেছেন বিচারপতি গাভাই। ন্যায়বিচার সংক্রান্ত আন্তর্জাতিক নানা গুরুত্বপূর্ণ সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি দেশ বিদেশের বহু বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে বিচারপতি গাভাই সাংবিধানিক ও পরিবেশ সংক্রান্ত বিষয়ে ভাষণ দিয়েছেন। 

২০২৫-এর ২৩ নভেম্বর তিনি অবসর নেবেন। 

 

SC/AC /SG


(Release ID: 2125485) Visitor Counter : 10