প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

মরিশাসের পোর্ট লুই-এ পৌছলো আইওএস সাগর

Posted On: 27 APR 2025 3:10PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৭ এপ্রিল ২০২৫

 

দক্ষিণ-পশ্চিম ভারত মহাসাগরে মোতায়েন প্রক্রিয়ার অংশ হিসেবে ন্যাশনাল কোস্ট গার্ড (এনসিজি) মরিশাসের সঙ্গে যৌথ ইইজেড নজরদারির প্রথম পর্যায়ের সমাপ্তির পর, ২৬ এপ্রিল ২০২৫-এ  মরিশাসের পোর্ট লুই হারবারে পৌঁছায় আইওএস সাগর। বিদেশী বন্ধু দেশগুলির সঙ্গে আঞ্চলিক সামুদ্রিক সহযোগিতা এবং সক্ষমতা বৃদ্ধির প্রতি ভারতের প্রতিশ্রুতির ক্ষেত্রে এই সফর একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

ভারতীয় নৌবাহিনীর জাহাজ সুনয়না (আইওএস সাগর) ৫ এপ্রিল ২০২৫ তারিখে কারওয়ার থেকে যাত্রা করেছিল। এতে ভারত মহাসাগর অঞ্চলের (আইওআর) নয়টি বিদেশী বন্ধু দেশের ৪৪ জন নৌসেনা সদস্য রয়েছেন। এর মধ্যে মরিশাস প্রজাতন্ত্রের দুই কর্মকর্তা এবং ছয়জন নাবিকও আছেন।

এই উদ্যোগটি ভারতীয় নৌবাহিনীর সম্মিলিত বৃদ্ধি এবং সহযোগিতার ভাবনা নিয়ে আন্তঃকার্যক্ষমতা, পারস্পরিক সমরশিক্ষা এবং আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা বৃদ্ধির অব্যাহত প্রচেষ্টাকে তুলে ধরে।

উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে এই জাহাজ এবং ক্রুদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়, যা ভারত ও মরিশাসের মধ্যে ঘনিষ্ঠ এবং সময়-পরীক্ষিত বন্ধুত্বের প্রতিফলন। এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার মিঃ সুরোজেবল্লি এবং সে দেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত  অনেক উচ্চপদস্থ আধিকারিক, মরিশাস পুলিশ বাহিনী, ভারতীয় হাই কমিশন এবং এনসিজি মরিশাসের বেশ কয়েকজন উচ্চপদস্থ গণ্যমান্য ব্যক্তি। স্বাগত অনুষ্ঠান শেষে, বিশিষ্ট ব্যক্তিদের জাহাজটি ঘুরিয়ে দেখানো হয়, আর তারপর বিদেশী বন্ধু দেশগুলি থেকে আগত কর্মীদের সঙ্গে মতবিনিময় করা হয়।

পোর্ট কলের সময়, আইওএস সাগর-এর কমান্ডিং অফিসার, ভারতের জাতীয় উপকূলরক্ষী বাহিনীর কমান্ড্যান্ট, মরিশাসের পুলিশ কমিশনার এবং ভারতের হাই কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করবেন। দুই দিনের বন্দর আহ্বনের সময় বিবিধ কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে, যার মধ্যে রয়েছে আইওএস সাগরের ক্রুদের মেরিটাইম এয়ার স্কোয়াড্রন, স্পেশাল মোবাইল ফোর্স স্কোয়াড্রন এবং পুলিশ হেলিকপ্টার স্কোয়াড্রন পরিদর্শন। মরিশাসের পুলিশ কমিশনার তাঁদের পুলিশ সদর দপ্তরে আইওএস সাগরের বহুজাতিক ক্রুদের সঙ্গেও মতবিনিময় করবেন। ২৭ এপ্রিল ২০২৫ তারিখে এই জাহাজটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। পোর্ট লুই-এ জাহাজের অবস্থানকালে ট্রেকিং, যৌথ যোগ ব্যয়াম এবং বন্ধুত্বপূর্ণ ক্রীড়া অনুষ্ঠানের মতো কর্মসূচিরও পরিকল্পনা করা হয়েছে।

যাত্রার সময়, জাহাজটি ন্যাশনাল সিকিউরিটি গার্ড মরিশাসের সঙ্গে যৌথ ইইজেড সার্ভেইলেন্স বা নজরদারির দ্বিতীয় ধাপ চালু করবে এবং তা সমাপ্তির পর সেশেলসের ভিক্টোরিয়া বন্দরে যাবে।

আইএনএস সুনয়না, একটি অত্যাধুনিক সরযু ক্লাস এনওপিভি, যা জলদস্যু বিরোধী অভিযান, সামুদ্রিক নজরদারি এবং এইচএডিআর-এর জন্য ডিজাইন করা হয়েছে। জাহাজটি মাঝারি এবং নিকটতম পাল্লার বন্দুক ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সম্পন্ন আধুনিক ইলেকট্রনিক যুদ্ধ স্যুট দিয়ে সজ্জিত। জাহাজটি একটি হেলিকপ্টারও বহন করতে পারে, যা তার পরিচালনা এবং নজরদারি ক্ষমতাকে বাড়িয়ে দেয়।  


SC/SB/AS


(Release ID: 2124766) Visitor Counter : 13