স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

পহেলগাঁও – এ জঙ্গী হামলায় নিহতদের প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রীর শ্রদ্ধাজ্ঞাপন

Posted On: 23 APR 2025 9:17PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৩ এপ্রিল, ২০২৫ 

 

কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ পহেলগাঁও – এ গতকাল জঙ্গী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি বলেন, ভারত সন্ত্রাসবাদের সামনে মাথা নত করবে না। এই ভয়াবহ জঙ্গী হামলায় জড়িত কোনও অপরাধীই ছাড় পাবে না। 
শ্রী শাহ এই ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি জানান, পহেলগাঁও – এ জঙ্গী হামলায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের নিটকাত্মীয়দের মতো প্রত্যেক ভারতীয় স্বজন হারার বেদনা অনুভব করছেন। এই দুঃখ ভাষায় প্রকাশ করা যায় না।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী জঙ্গী হামলার স্থানটি পরিদর্শন করেন। পরিস্থিতি সম্পর্কে আধিকারিকরা তাঁকে বিস্তারিত জানিয়েছেন। হামলায় আহতদের সঙ্গে সাক্ষাৎ করতে তিনি হাসপাতালে যান। ক্ষতিগ্রস্তদের তিনি সবধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। 

 

SC/CB/SB


(Release ID: 2124022) Visitor Counter : 6