নির্বাচনকমিশন
azadi ka amrit mahotsav

তৃণমূল স্তরে রাজনৈতিক দলগুলির অংশগ্রহণকে শক্তিশালী করতে এই প্রথম ভারতের নির্বাচন কমিশন বুথ স্তরের এজেন্টদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে

Posted On: 16 APR 2025 1:17PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৬ এপ্রিল, ২০২৫ 

 

বিহারে আগামী বিধানসভা নির্বাচনের আগে ভারতের নির্বাচন কমিশন বুথ স্তরের এজেন্টদের জন্য দু’দিনের প্রশিক্ষণের ব্যবস্থা করে। রাজ্যের স্বীকৃত ১০টি রাজনৈতিক দলের ২৮০ জন এজেন্ট নতুন দিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্ট – এ আয়োজিত কর্মশালায় যোগদান করেন। 
মুখ্য নির্বাচন কমিশনার শ্রী জ্ঞানেশ কুমার সহ দুই নির্বাচন কমিশনার ডঃ সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশী উপস্থিত এজেন্টদের বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত করেন। গত ৪ মার্চ মুখ্য নির্বাচনী আধিকারিকদের সম্মেলনে বুথ স্তরের এজেন্টদের জন্য এই প্রশিক্ষণের পরিকল্পনা করা হয়। বুথ স্তরের এজেন্টদের তাঁদের দায়িত্ব সম্পর্কে অবহিত করাই এর মূল উদ্দেশ্য। ১৯৫০ এবং ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইন অনুসারে, ১৯৬০ সালের নির্বাচনী বিধি এবং ১৯৬১ সালের নির্বাচন সংগঠিত করার নিয়মাবলী এজেন্টদের অবগত করা হয়। 
প্রশিক্ষণ শিবিরে এজেন্টদের নিয়োগ এবং নির্বাচনী প্রক্রিয়ায় তাঁদের ভূমিকা সম্পর্কে একটি সার্বিক চিত্র তুলে ধরা হয়। ভোটার তালিকা প্রস্তুত এবং সেই তালিকার সংশোধনের বিষয়ও এজেন্টদের জানানো হয়। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর জনপ্রতিনিধিত্ব আইনের ২৪ – এর ‘ক’ এবং ‘খ’ ধারায় কিভাবে নাম তোলা বা নাম বাদ দেওয়ার আবেদন করা যায়, সে সম্পর্কেও আলোচনা হয়।

 

SC/CB/SB


(Release ID: 2122105) Visitor Counter : 54