তথ্যওসম্প্রচারমন্ত্রক

ইনোভেট২এডুকেট-এর শীর্ষ ১০ ফাইনালিস্ট : ওয়েভস ২০২৫-এর আগে হ্যান্ডহেল্ড ডিভাইস ডিজাইন চ্যালেঞ্জ ঘোষিত

Posted On: 09 APR 2025 6:20PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৯ এপ্রিল ২০২৫

 

ইন্ডিয়ান ডিজিটাল গেমিং সোসাইটি (আইডিজিএস) ইনোভেট২এডুকেট :  হ্যান্ডহেল্ড ডিভাইস ডিজাইন চ্যালেঞ্জের শীর্ষ ১০ ফাইনালিস্টের নাম ঘোষণা করেছে। আসন্ন ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল এন্টারটেইনমেন্ট সামিট (ওয়েভস) ২০২৫-এর অঙ্গ হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সহযোগিতায় এই প্রতিযোগিতার আয়োজন করেছে আইডিজিএস। এর লক্ষ্য তরুণ সমাজের মধ্যে প্রযুক্তি, শিক্ষা, গেমিং সংক্রান্ত উদ্ভাবনী শক্তি জাগিয়ে তোলা। প্রথা ভাঙা কোন ধারণা এবং হ্যান্ডহেল্ড ডিভাইসের এমন নক্সা করা, যা শিক্ষণ-প্রশিক্ষণে বিপ্লব ঘটাতে পারে। 

ওয়েভস ২০২৫-এর প্রধান উদ্যোগ হিসেবে ক্রিয়েট ইন ইন্ডিয়া চ্যালেঞ্জ, ইনোভেট২এডুকেট চ্যালেঞ্জে যোগ দেওয়ার জন্য সারা বিশ্বের ছাত্র, ডিজাইনার, স্টার্টআপ, প্রযুক্তি উৎসাহীদের আমন্ত্রণ জানানো হয়েছে হাতে বহনযোগ্য যন্ত্র তৈরি করতে, যা শিক্ষার সঙ্গে মনোরঞ্জনকে যুক্ত করে বিভিন্ন ধরনের চাহিদা মেটাতে পারবে।  

১০ ফাইনালিস্টকে বেছে নেওয়া হয়েছে ১,৮৫৬টি নথিভুক্ত উদ্ভাবনী ভাবনার মধ্য থেকে খুঁটিয়ে বিচার করার পরে। এই শীর্ষস্থানীয় ১০টি দল মুম্বাইতে ওয়েভস ২০২৫-এ বিশেষ অনুষ্ঠানে তাদের ভাবনা প্রকাশ করবে। চ্যালেঞ্জের বিজেতাকে সম্বর্ধিত করবে মন্ত্রক গ্র্যান্ড ফিনালেতে। 


SC/AP/AS


(Release ID: 2120705) Visitor Counter : 11