অর্থমন্ত্রক
২৬টি আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কের একত্রীকরণে বিজ্ঞপ্তি জারি অর্থ পরিষেবা সংক্রান্ত দপ্তরের
Posted On:
08 APR 2025 2:31PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৮ এপ্রিল, ২০২৫
"এক রাজ্য, এক আরআরবি", এই নীতিকে সামনে রেখে ২৬টি আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ক (আরআরবি) একত্রীকরণের লক্ষ্যে বিজ্ঞপ্তি জারি করেছে আর্থিক পরিষেবা সংক্রান্ত দপ্তর (ডিএফএস)। আরআরবি’র একত্রীকরণের এটি হ’ল চতুর্থ পর্যায়।
আরআরবি-গুলির কাজকর্মে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট সবপক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে ২০২৪ সালের নভেম্বরে একত্রীকরণের প্রক্রিয়া শুরু করে অর্থ মন্ত্রক। ১০টি রাজ্য এবং ১টি কেন্দ্রশাসিত অঞ্চলের আরআরবি-গুলির একত্রীকরণের উপর গুরুত্ব দেওয়া হয়। বর্তমানে ২৬টি রাজ্য এবং ২টি কেন্দ্রশাসিত অঞ্চলে ৪৩টি আরআরবি সক্রিয় রয়েছে। একত্রীকরণের পর ২৬টি রাজ্য ও ২টি কেন্দ্রশাসিত অঞ্চলে ৭০০টি জেলায় ২২ হাজারেরও বেশি শাখা কাজ করবে।
এ সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি পড়তে এই লিঙ্কটি দেখুন
-https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/apr/doc202548536401.pdf
SC/MP/SB
(Release ID: 2120352)
Visitor Counter : 25