অর্থমন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন ব্রিটেন এবং অস্ট্রিয়ায় সরকারি সফরে যাচ্ছেন

Posted On: 07 APR 2025 1:03PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৭ এপ্রিল, ২০২৫

 

কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন আজ ৮-১৩ এপ্রিল ব্রিটেন এবং অস্ট্রিয়ায় সরকারি সফরে গেলেন। শ্রীমতী সীতারমনের দুটি দেশেই মন্ত্রিপর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেওয়ার কথা। 

সফরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ইন্ডিয়া-ইউকে ইকোনমিক অ্যান্ড ফিনান্সিয়াল ডায়ালগের ত্রয়োদশ মন্ত্রিপর্যায়ের বৈঠকে অংশ নেবেন। কথা বলবেন ব্রিটেন এবং অস্ট্রিয়ার বিনিয়োগকারী, বুদ্ধিজীবী এবং বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে।

ইন্ডিয়া-ইউকে ইকোনমিক অ্যান্ড ফিনান্সিয়াল ডায়ালগের ত্রয়োদশ পর্ব অনুষ্ঠিত হবে ৯ এপ্রিল ২০২৫। যৌথ সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং ব্রিটেনের চ্যান্সেলর অফ দ্য এক্সচেকার।

দুই দেশের মধ্যে ত্রয়োদশ ইকোনমিক অ্যান্ড ফিনান্সিয়াল ডায়ালগ একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক মঞ্চ যেখানে মন্ত্রি পর্যায়ে, আধিকারিক পর্যায়ে কর্মীগোষ্ঠীর মধ্যে বিশেষ আলোচনার সুযোগ হয়। এছাড়া বিনিয়োগ, আর্থিক পরিষেবা, আর্থিক বিধি, ইউপিআই আন্তঃসংযোগ, কর এবং অবৈধ আর্থিক লেনদেন সহ আর্থিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট নিয়ামক কর্তৃপক্ষের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা হয়। এবারের আলোচনায় জোর দেওয়া হবে আইএফএসসি গিফ্ট সিটি, বিনিয়োগ, বিমা ও অবসরভাতা, ফিনটেক এবং ডিজিটাল অর্থনীতি ক্ষেত্রে সহযোগিতা নিয়ে। 

কেন্দ্রীয় অর্থমন্ত্রী ভারত-ব্রিটেন বিনিয়োগকারী গোল টেবিল বৈঠকে মুখ্য ভাষণ দেবেন। এছাড়া ব্রিটেনের বাণিজ্য মন্ত্রীর সঙ্গে তিনি সিটি অফ লন্ডনের সহযোগিতায় গোল টেবিল বৈঠকে পৌরোহিত্য করবেন। 

সফরের পরবর্তী পর্যায়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অস্ট্রিয়ার শীর্ষস্থানীয় সরকারি নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। যার মধ্যে আছেন অস্ট্রিয়ার অর্থমন্ত্রী এবং ফেডারেল চ্যান্সেলার। এর পাশাপাশি অস্ট্রিয়ার প্রধান সিইও-দের সঙ্গে একটি বৈঠকে অস্ট্রিয়ার অর্থনীতি, শক্তি ও পর্যটন মন্ত্রীর সঙ্গে যৌথভাবে শ্রীমতী সীতারমন পৌরোহিত্য করবেন। 


SC/AP/NS…


(Release ID: 2119778) Visitor Counter : 11