রাষ্ট্রপতিরসচিবালয়
ঈদ-উল-ফিতরের প্রাক্কালে রাষ্ট্রপতির শুভেচ্ছা
Posted On:
30 MAR 2025 7:14PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩০ মার্চ, ২০২৫
রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু ঈদ-উল-ফিতরের প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
এক বার্তায় তিনি বলেছেন, “ঈদ-উল-ফিতর উপলক্ষে আমি দেশ-বিদেশে বসবাসরত সমস্ত ভারতীয়, বিশেষত মুসলিম ভাই-বোনেদের আমার শুভেচ্ছা জানাই।
পবিত্র রমজান মাসের উপবাসের সমাপ্তি এবং প্রার্থনার মধ্যে দিয়ে ঈদ-উল-ফিতর উদযাপিত হয়। এই উৎসব সৌভ্রাতৃত্ব, সহযোগিতা এবং সহমর্মিতার চেতনাকে শক্তিশালী করে। এই উৎসব সামাজিক বন্ধনকেও মজবুত করে এবং সম্প্রীতিপূর্ণ, শান্তিপূর্ণ ও সমৃদ্ধিপূর্ণ সমাজ গড়তে অনুপ্রাণিত করে। ঈদ হল একটি উৎসব, যা সহানুভূতি, দয়া ও উদারতার চেতনাকে বৃদ্ধি করে।
এই উৎসব সকলের জীবনে শান্তি, প্রগতি ও সুখ নিয়ে আসুক এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে সমৃদ্ধিকে এগিয়ে নিয়ে যেতে আমাদের শক্তির জোগান দিক।”
রাষ্ট্রপতির বার্তা পড়তে এখানে ক্লিক করুন -
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/mar/doc2025330530001.pdf
SC/MP/DM
(Release ID: 2117092)
Visitor Counter : 7