রাষ্ট্রপতিরসচিবালয়
‘পরিবেশ ২০২৫’ জাতীয় সম্মেলনের উদ্বোধন রাষ্ট্রপতির
Posted On:
29 MAR 2025 1:07PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৯ মার্চ, ২০২৫
রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে দু-দিনের ‘পরিবেশ ২০২৫’ জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন। এই উপলক্ষে তাঁর ভাষণে রাষ্ট্রপতি বলেন, পরিবেশের সঙ্গে যুক্ত দিবসগুলি প্রতিদিন পরিবেশ সংক্রান্ত বিভিন্ন কর্মসূচি আমাদের স্মরণ করিয়ে দেয়। সম্ভাব্য সমস্তরকমভাবে পরিবেশগত সুরক্ষা বজায় রাখার ক্ষেত্রে আমাদের কাজ চালিয়ে যেতে হবে।
রাষ্ট্রপতি বলেন, আমাদের শিশু এবং তরুণ প্রজন্মকে পরিবেশগত ক্ষেত্রে আরও সক্রিয় হতে হবে। তিনি বলেন, কোন স্কুল বা কলেজে সন্তানরা পড়াশোনা করবে, তা নিয়ে প্রতিটি পরিবারের বয়স্ক মানুষজন চিন্তিত হয়ে পড়েন। এই চিন্তা যুক্তিসম্মত। কিন্তু, আমাদের সন্তানরা কী ধরনের বাতাস গ্রহণ করছে, কী ধরনের জল তারা পান করছে, আগামীদিনে সবুজ বনানী তারা দেখতে পাবে কিনা, সে সম্পর্কেও ভাবনাচিন্তা করতে হবে। আগামী প্রজন্মের জন্য পরিবেশের বিশুদ্ধতা সুনিশ্চিত করা আমাদের নৈতিক কর্তব্য।
রাষ্ট্রপতি বলেন, পরিবেশ হল আমাদের কাছে মায়ের মতই, যা আমাদের লালন-পালন করে এবং পরিবেশকে আমাদের রক্ষা করতে হবে।
দেশে পরিবেশ রক্ষার ক্ষেত্রে জাতীয় গ্রিন ট্রাইবুনালের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, আমাদের দেশ এবং গোটা বিশ্বকে সেই পথ বেছে নিতে হবে, যা হবে পরিবেশ বান্ধব।
এই সম্মেলনের আয়োজন করেছে জাতীয় গ্রিন ট্রাইবুনাল(এন জি টি)। এতে পরিবেশগত বিভিন্ন চ্যালেঞ্জ এবং সেগুলির মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনায় মিলিত হবেন বিশেষজ্ঞরা।
রাষ্ট্রপতির ভাষণ পড়তে এই লিঙ্কে ক্লিক করুন:
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/mar/doc2025329529601.pdf
SC/MP/NS…
(Release ID: 2116697)
Visitor Counter : 39