কর্পোরেটবিষয়সংক্রান্তমন্ত্রক
কর্পোরেট বিষয়ক মন্ত্রক প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রকল্পের প্রার্থীদের জন্য তৃতীয় ওপেন হাউস কর্মসূচীর আয়োজন করেছে
Posted On:
28 MAR 2025 12:54PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৮ মার্চ, ২০২৫
কর্পোরেট বিষয়ক মন্ত্রক বিগত বছরের সাফল্যের ওপর ভিত্তি করে ২৭ মার্চ ২০২৫ তারিখ বিকেল ৩টে থেকে ৪.৪৫ মিনিট পর্যন্ত প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ যোজনার প্রার্থীদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ওপেন হাউসের আয়োজন করেছে। যোগ্য প্রার্থীদের সমর্থন করার প্রতিশ্রুতির অঙ্গ হিসেবেই এই আয়োজন এখানে মত-বিনিময়ের মাধ্যমে আবেদনকারীদের প্রয়োজনীয় প্রশ্নের যথাযথ উত্তর দেওয়া হয়। সাপ্তাহিক এই ওপেন হাউস পর্বগুলি আবেদনকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা প্রদানে সহায়ক।
বিগত অধিবেশনে ৬৮৪ জনেরও বেশি অংশগ্রহণ করেছিলেন। সুসংগঠিত আলোচনার জন্য আবেদনকারীদের একটি নির্দিষ্ট অনলাইন লিংকে তাদের প্রশ্নগুলি জমা দিতে বলা হয়েছিল। এই অনলাইন লিংকে জমা দেওয়া ১,৭৬৫টিরও বেশি প্রশ্নের সরাসরি সমাধান করেছেন বিশেষজ্ঞরা।
ওপেন হাউসটিতে মাহিন্দ্রা অ্যাণ্ড মাহিন্দ্রার দক্ষতা উন্নয়ন ও শিক্ষা বিষয়ক প্রধান ডন লুইস উপস্থিত ছিলেন। তিনি ইন্টার্নশিপের গুরুত্ব ভবিষ্যত গঠনের কৌশল এবং পেশাগত উন্নতি সম্পর্কে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। তরুণ প্রজন্মের জন্য একটি স্বচ্ছ ও সহজ প্ল্যাটফর্ম প্রদান করার জন্য তিনি এই প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রকল্পের প্রশংসা করেন। একজন প্রার্থীর কর্মজীবনে শীর্ষস্থানীয় কোনও কোম্পানিতে ইন্টার্নশিপের গুরুত্ব কতটা সে নিয়ে আলোচনা করেন ডন লুইস। তিনি প্রার্থীদের নির্বাচন প্রক্রিয়া চলাকালীন তৎপর থাকার ও নিয়মিত তথ্য জানতে পোর্টাল ঘুরে দেখার কথা বলেন।
প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রকল্পের জন্য এই ওপেন হাউস পর্ব কর্পোরেট বিষয়ক মন্ত্রক প্রতি সপ্তাহে ইচ্ছুক প্রার্থীদের তাদের প্রশ্নের যথাযথ উত্তর প্রদানে সাহায্য করেন এবং শিল্প বিশেষজ্ঞদের পরামর্শও প্রদান করে।
SC/ PM /AG/
(Release ID: 2116445)
Visitor Counter : 30