কর্পোরেটবিষয়সংক্রান্তমন্ত্রক
কর্পোরেট বিষয়ক মন্ত্রক প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রকল্পের জন্য আরও একটি বিবিধ ক্যান্ডিডেট ওপেন হাউস – এর আয়োজন করবে
Posted On:
26 MAR 2025 2:38PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৬ মার্চ, ২০২৫
কর্পোরেট বিষয়ক মন্ত্রক (এমসিএ) তাদের পূর্ববর্তী অধিবেশনগুলির সাফল্যের উপর নির্ভর করে ২৭ মার্চ, ২০২৫ তারিখে প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রকল্পের জন্য আরেকটি বিবিধ প্রার্থী ওপেন হাউস আয়োজন করবে। যোগ্য প্রার্থীদের সহায়তা করার জন্য মন্ত্রকের প্রতিশ্রুতির অংশ হিসেবে এই মতবিনিময়কারী মঞ্চটি বিশেষ তথ্য প্রদান করবে। এছাড়াও, আবেদনকারীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের সময়োপযোগী জবাব দেবে।
এই অধিবেশনটিকে আকর্ষণীয় করে তুলতে একটি বিশেষ পর্বের আয়োজন করা হবে, এতে যোগ দেবেন শিল্প বিশেষজ্ঞরা। ইন্টার্নশিপের গুরুত্ব, ভবিষ্যৎ গড়তে নানা কৌশল এবং পেশাদারিত্ব বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে তাঁরা মতবিনিময় করবেন। এছাড়াও, আগের পর্বের সফল ইন্টার্নরা তাঁদের নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেবেন।
প্রার্থীদের ই-মেল – এর মাধ্যমে পাঠানো অনলাইন লিঙ্কে তাঁদের প্রশ্নগুলি আগে থেকে জমা দিতে বলা হচ্ছে। এর ফলে, অধিবেশন চলাকালীন চেয়ারপার্সন সমস্যাগুলির সমাধানে কার্যকর ভূমিকা গ্রহণ করতে পারবেন। প্রশ্নগুলির সমাধান প্রদান করবেন একটি বিশেষজ্ঞ প্যানেল।
বিশেষজ্ঞদের পরামর্শ পেতে এই সুবর্ণ সুযোগটি হাতছাড়া করবেন না! আপনার ক্যালেন্ডারে ২৭ মার্চ, ২০২৫ তারিখটি বিশেষভাবে চিহ্নিত করুন এবং আরও তথ্য জানতে কর্পোরেট বিষয়ক মন্ত্রকের সঙ্গে যোগাযোগ রাখুন।
এই লিঙ্কে ওপেন হাউস – এর জন্য নাম নথিভুক্ত করুন - https://mcavc.webex.com/weblink/register/r4776dc552578b74c64f5b9eee3d8a716
SC/PM/SB
(Release ID: 2115621)
Visitor Counter : 8