কয়লামন্ত্রক
azadi ka amrit mahotsav

কয়লা উৎপাদন ও বন্টনে স্বচ্ছতা

Posted On: 26 MAR 2025 1:01PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৬ মার্চ, ২০২৫

 

কয়লা উৎপাদন ও বন্টনের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। কোল ইন্ডিয়া লিমিটেড এবং সিঙ্গারেনি কোলিয়ারিজ কোম্পানী লিমিটেড কয়লা উৎপাদন সংক্রান্ত তথ্য এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং সিস্টেমের মাধ্যমে সংরক্ষিত করে। বন্টনের ক্ষেত্রে এই দুটি সংস্থা কয়লা মন্ত্রকের নির্দেশিত নীতি মেনে চলে। বর্তমানে এ সংক্রান্ত নতুন বন্টন নীতি ছাড়াও স্কিম ফর হার্নেসিং অ্যান্ড অ্যালোকেটিং কয়লা ট্রান্সপারেন্টলি ইন ইন্ডিয়া বা শক্তি এবং ব্রিজ লিঙ্কেজ পলিসি সহ নানা নীতি অনুসরণ করা হয়। কয়লা উৎপাদক সংস্থাগুলির সংগে গ্রাহকদের চুক্তি অনুযায়ী, নির্দিষ্ট পরিমাণ কয়লা সরবরাহ করা হয়।

দেশের কয়লা খনিগুলির পরিবেশগত সুস্থায়ী ব্যবস্থাপনা মেনে চলা নিশ্চিত করার জন্য বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবেশ-বান্ধব এই উদ্যোগগুলির মধ্যে রয়েছে – বনসৃজন, যে অঞ্চলে কয়লা উত্তোলন করা হয়েছে, পরিত্যক্ত সেই খনিতে জমে থাকা জল কাজে লাগানো, ইকো-পার্ক তৈরি ইত্যাদি।   

কয়লা ব্লকগুলির উন্নয়ন ও উৎপাদন সংক্রান্ত চুক্তি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং উত্তোলক সংস্থাগুলির মধ্যে হয়ে থাকে। নির্দিষ্ট নিলামের মাধ্যমে এই সংস্থাগুলিকে বাছাই করা হয়, যারা যন্ত্রের সাহায্যে কয়লা উত্তোলন করে সেগুলি পরিবহণ করে। এক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগানো হয়। কয়লা খনি থেকে কার্বন নিঃসরণ কমানোর জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়। এর মধ্যে বৃক্ষরোপণ ছাড়াও খনি অঞ্চলের বিভিন্ন জমির উর্বরতা ফিরিয়ে আনা, সড়ক পথে যতটা সম্ভব কম কয়লা পরিবহণ করা এবং সৌরবিদ্যুৎ, বায়ু শক্তি, ভূ-গর্ভস্থ তাপকে কাজে লাগিয়ে খনির বিভিন্ন জ্বালানীর চাহিদা মেটানোর মতো পদক্ষেপ রয়েছে।

কয়লা মন্ত্রক বাণিজ্যিকভাবে কয়লা উত্তোলনের জন্য ২৮টি বেসরকারি সংস্থাকে দায়িত্ব দিয়েছে। ইতোমধ্যেই ২৬টি সংস্থা উত্তোলনের কাজ শুরু করেছে। কোল ইন্ডিয়া লিমিটেড এবং সিঙ্গারেনি কোলিয়ারিজ কোম্পানী লিমিটেড তাদের কর্মী ও কর্মীদের পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য সবধরনের ব্যবস্থা নিয়ে থাকে। এক্ষেত্রে কিছু তালিকাভুক্ত হাসপাতালে সংশ্লিষ্ট ব্যক্তিদের চিকিৎসা করার সুযোগ রয়েছে। এই দুই সংস্থার ঠিকাদারদের কর্মীরা সংস্থার হাসপাতাল ও ডিসপেন্সারিগুলির বহির্বিভাগে চিকিৎসা করাতে পারেন। সিঙ্গারেনি কোলিয়ারিজ – এর অস্থায়ী কর্মীদের চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন সুযোগ-সুবিধা থাকলেও খনি শ্রমিকদের কোনও স্বাস্থ্য বীমা নেই।

লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন কয়লা ও খনি মন্ত্রী শ্রী জি কিষাণ রেড্ডি।

 

SC/CB/SB


(Release ID: 2115455) Visitor Counter : 11