মানবসম্পদবিকাশমন্ত্রক
azadi ka amrit mahotsav

“বালপন কী কবিতা উদ্যোগ : শিশুদের কাছে ভারতীয় ছন্দ / কবিতা ফিরিয়ে দেওয়া” কর্মসূচি হাতে নিল শিক্ষা মন্ত্রক

Posted On: 25 MAR 2025 6:21PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৫ মার্চ, ২০২৫

 

জাতীয় শিক্ষানীতি, ২০২০ আঞ্চলিক ভাষার ব্যবহার এবং শিশুকাল থেকেই সার্বিক বিকাশের কথা বলে। শিশুদের ভারতীয় ছন্দ / কবিতার সঙ্গে আরও ভালোভাবে পরিচয় করিয়ে দিতে বিদ্যালয় শিক্ষা এবং সাক্ষরতা দপ্তর “বালপন কী কবিতা উদ্যোগ : শিশুদের কাছে ভারতীয় ছন্দ / কবিতা ফিরিয়ে দেওয়া” কর্মসূচি হাতে নিয়েছে।

এই কর্মসূচির আওতায় ইংরেজি সহ সব ভারতীয় ভাষায় শিশুদের কবিতা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। জনপ্রিয় কবিতা ছাড়াও আনকোরা নতুন কবিতাও এখানে গ্রহণযোগ্য। লিখতে হবে কবির নাম। প্রতিযোগিতা হচ্ছে তিনটি বিভাগে – প্রাক্-প্রাথমিক (৩-৬ বছর), ‘ক’ বিভাগ (৬-৭ বছর) এবং ‘খ’ বিভাগ (৭-৮ বছর)।

MyGov ওয়েবসাইট (https://www.mygov.in/)-এ এই প্রতিযোগিতা চলবে ২৬.০৩.২০২৫ থেকে ২২.০৪.২০২৫ পর্যন্ত। কোনো প্রবেশ মূল্য নেই। বিশদ বিবরণ পাওয়া যাবে MyGov ওয়েবসাইটে।
 


SC/AC/DM


(Release ID: 2115451) Visitor Counter : 10