রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

ওড়িশায় প্রভু নীলমাধব মন্দির দর্শনে এবং ভারতীয় বিশ্ববসু শবর সমাজের প্রতিষ্ঠা দিবস উদযাপনে রাষ্ট্রপতি

Posted On: 24 MAR 2025 6:10PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৪ মার্চ, ২০২৫

 

রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু ছত্তিশগড়ের রায়পুর থেকে আজ বিকেলে ওড়িশার ভুবনেশ্বরে পৌঁছেছেন।

রাষ্ট্রপতি ভুবনেশ্বর থেকে নয়াগড় সফর করেন। সেখানে তিনি প্রভু নীলমাধব মন্দির দর্শন করেন এবং পুজো দেন। এরপর, কালিয়াপল্লীতে ভারতীয় বিশ্ববসু শবর সমাজের প্রতিষ্ঠা দিবস উদযাপনে অংশ নেন তিনি।

কালিয়াপল্লীতে রাষ্ট্রপতি বলেন, এখানকার অসাধারণ দৃশ্যসুষমা অত্যন্ত আকর্ষণীয়। পর্যটন ক্ষেত্র হিসেবে গড়ে ওঠার যথেষ্ট সম্ভাবনা এই জায়গাটির রয়েছে। এই এলাকার পরিকাঠামোগত উন্নয়ন অনেক বেশি পর্যটক এবং ভক্ত সমাগম বাড়াবে বলে তিনি আস্থা প্রকাশ করেন। তিনি বলেন, এতে এলাকার অর্থনৈতিক সমৃদ্ধি হবে। এই স্থান এবং সমগ্র এলাকার উন্নয়নে সকলের সম্মিলিত প্রয়াসের আহ্বান জানিয়েছেন তিনি। নয়াগড়কে কৃষি, হস্তশিল্প, পর্যটনের মতো নানা ক্ষেত্রে সম্ভাবনাময় এলাকা হিসেবে গড়ে তুলতে সকলের এগিয়ে আসা দরকার বলে তিনি জানান।

রাষ্ট্রপতি বলেন, পরিবেশ-বান্ধব জীবনশৈলী ভারতীয় সংস্কৃতির বৈশিষ্ট্য। আদিবাসী জীবনযাত্রার তা এক অভিন্ন অঙ্গ। আদিবাসী ভাই-বোনেরা বন, গাছ প্রভৃতিকে দেবতা হিসেবে পুজো করেন। আদিবাসীদের বিশ্বাসে, পূর্বপুরুষদের আত্মা বনে বাস করে। এই বিশ্বাসই বন সংরক্ষণে এক মহান মন্ত্র হিসেবে চিহ্নিত।

শ্রীমতী দ্রৌপদী মুর্মু বলেন, সরকার আদিবাসীদের শিল্পকলা ও সংস্কৃতির সংরক্ষণের পাশাপাশি আদিবাসী ভাই-বোনদের ক্ষমতায়ন এবং আত্মনির্ভরশীলতা গড়ে তুলতে নানাবিধ প্রকল্পের রূপায়ণ করছে। তিনি এই জাতীয় কল্যাণমূলক প্রকল্প সম্বন্ধে সকলকে সচেতন হয়ে এর থেকে সুবিধা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জনসাধারণের সহযোগিতা, সমন্বয় এবং অংশগ্রহণের মধ্য দিয়ে সরকারি প্রকল্পগুলি সার্থক হয়ে উঠতে পারে। 

 

SC/AB/DM...


(Release ID: 2114847) Visitor Counter : 17