রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

ছত্তিশগড় বিধানসভার রৌপ্য জয়ন্তী অনুষ্ঠানে যোগদান রাষ্ট্রপতির

Posted On: 24 MAR 2025 1:18PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৪ মার্চ, ২০২৫ 

 

রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আজ ছত্তিশগড় বিধানসভার রৌপ্য জয়ন্তী অনুষ্ঠানে যোগ দেন। তাঁর ভাষণে রাষ্ট্রপতি বলেন, দেশের গণতান্ত্রিক ঐতিহ্যের ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে এই বিধানসভা। এখানে সদস্যদের স্বয়ংক্রিয় সাসপেনশনের যে ব্যবস্থা চালু রয়েছে, তার প্রশংসা করেন শ্রীমতী মুর্মু। তিনি বলেন, গত ২৫ বছরে এখানে সদস্যদের সভাকক্ষ থেকে বের করে দেওয়ার ক্ষেত্রে কোনও মার্শাল ডাকা হয়নি। একে শুধু ভারতের সংসদীয় ব্যবস্থা নয়, গোটা বিশ্বের গণতান্ত্রিক ব্যবস্থায় এক অনন্য দৃষ্টান্ত বলে উল্লেখ করেন তিনি। 


সমস্ত ক্ষেত্রে মহিলাদের সাহায্য করার জন্য তিনি মহিলা বিধায়কদের কাছে আর্জি জানান। তিনি বলেন, শিক্ষক বা আধিকারিক, সামাজিক কর্মী বা শিল্পোদ্যোগী, বিজ্ঞানী বা শিল্পী, শ্রমিক বা কৃষক – সে তিনি যাই হোন না কেন, আমাদের বোনেরা সবক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখছেন। মহিলারা যখন একে-অন্যের ক্ষমতায়নে এগিয়ে আসবেন, তখন আমাদের সমাজ আরও শক্তিশালী এবং সংবেদনশীল হবে। 
রাষ্ট্রপতি তাঁর ভাষণে সিমেন্ট, খনিজ শিল্প, ইস্পাত, অ্যালুমিনিয়াম ও বিদ্যুৎ উৎপাদনের মতো ক্ষেত্রে ছত্তিশগড়ের প্রভূত সম্ভাবনার কথা উল্লেখ করেন। 


রাষ্ট্রপতির ভাষণটি পড়তে এই লিঙ্কটি দেখুন -
 https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/mar/doc2025324525301.pdf

 

SC/MP/SB


(Release ID: 2114653) Visitor Counter : 13