জলশক্তি মন্ত্রক
সংসদে প্রশ্ন : জল জীবন মিশনের বর্তমান পরিস্থিতি
Posted On:
24 MAR 2025 12:13PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৪ মার্চ, ২০২৫
২০১৯ সালের আগস্ট মাস থেকে ভারত সরকার রাজ্যগুলির সঙ্গে অংশীদারিত্বে জল জীবন মিশন (জেজেএম) - হর ঘর জল প্রকল্প বাস্তবায়িত করেছে, যাতে দেশের প্রতিটি গ্রামীণ পরিবারে নলবাহিত জল সংযোগের মাধ্যমে পানীয় জলের ব্যবস্থা করা যায়।
এই মিশনের শুরুতে মাত্র ৩.২৩ কোটি (১৬.৭ শতাংশ) গ্রামীণ পরিবারের কাছে নলবাহিত জল সংযোগ দেওয়া হয়েছিল। রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে প্রাপ্ত তথ্য অনুসারে চলতি বছরের ১৭ মার্চ পর্যন্ত জল জীবন মিশন - হর ঘর জল-এর আওতায় প্রায় ১২.৩০ কোটি অতিরিক্ত গ্রামীণ পরিবারকে নলবাহিত জল সংযোগ দেওয়া হয়েছে। সুতরাং, এই সময়ে দেশের ১৯.৩৬ কোটি গ্রামীণ পরিবারের মধ্যে ১৫.৫৩ কোটিরও বেশি (৮০.২০ শতাংশ) পরিবারে নলবাহিত জল সংযোগ দেওয়া হয়েছে বলে জানা গেছে। বাকি ৩.৮৩ কোটি পরিবারের কাছে এই জল সংযোগ দেওয়ার কাজ সম্পন্ন হওয়ার পথে।
এই মিশনের প্রাথমিক আণুমানিক ব্যয় ছিল ৩.৬০ লক্ষ কোটি টাকা। যার মধ্যে কেন্দ্রের ভাগ ছিল ২.০৮ লক্ষ কোটি টাকা। কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদিত প্রায় পুরো কেন্দ্রীয় অর্থই খরচ করা হয়েছে। উল্লেখ্য, কেন্দ্রীয় অর্থমন্ত্রী ২০২৫-২৬-এর বাজেট বক্তৃতার সময়ে জল জীবন মিশনের মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত বৃদ্ধির কথা ঘোষণা করেছেন। পাশাপাশি এই খাতে ব্যয় বৃদ্ধি করা হয়েছে।
জল রাজ্যের এক্তিয়ারভুক্ত বিষয়। পানীয় জল সরবরাহ প্রকল্পের পরিকল্পনা, অনুমোদন, বাস্তবায়ন এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির। রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে গুণমান সম্পন্ন নলবাহিত জল সরবরাহ সুনিশ্চিত করতে পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে দেওয়া বরাদ্দের ২ শতাংশ পর্যন্ত অর্থ জলের গুণমান পর্যবেক্ষণ এবং নজরদারির জন্য খরচ করতে পারবে।
জলবাহিত রোগ যাতে না ছড়ায় তার জন্য বিদ্যালয়, অঙ্গনওয়াড়ি ও গ্রাম পঞ্চায়েত স্তরে জলে আর্সেনিক এবং ফ্লোরাইড প্রতিরোধে ব্যাক্টেরিওলজিক্যাল ভায়াল/ফাইলড টেস্ট কিট (এফটিকে) ব্যবহার করে জলের গুণমান পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে রাজ্যগুলিকে।
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে এই তথ্য দিয়েছেন কেন্দ্রীয় জলশক্তি প্রতিমন্ত্রী শ্রী ভি সোমান্না।
SC/SS/SKD
(Release ID: 2114650)
Visitor Counter : 13