যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক
লক্ষ্ণৌতে আয়োজিত ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’ অনুষ্ঠানে ডঃ মনসুখ মান্ডভিয়া বলেছেন, সাইকেল চালানো শুধু স্বাস্থ্যের উন্নতি করে না, চরিত্রও গঠন করে
Posted On:
23 MAR 2025 3:52PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৩ মার্চ, ২০২৫
কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া, উত্তরপ্রদেশের লক্ষ্ণৌতে আয়োজিত ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’ কর্মসূচিতে ৫০০ জনেরও বেশি সাইকেল আরোহীর সঙ্গে সাইকেল চালানোয় নেতৃত্ব দিয়েছেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী স্থূলতার বিরুদ্ধে লড়াইয়ে এবং সুস্থ-সবল জীবনযাপনের বিষয়ে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বার্তা তুলে ধরে বলেন, সাইকেল চালানো শুধুমাত্র একজনের স্বাস্থ্যের উন্নতি করে না, চরিত্র গঠনেও ভূমিকা রাখে।
কেন্দ্রীয় মন্ত্রী ৩ কিলোমিটারেরও বেশি সাইকেল চালান। এই সাইকেল চালানোতে অংশ নিয়েছিলেন উত্তরপ্রদেশ সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ প্রতিমন্ত্রী গিরিশচন্দ্র যাদব, স্পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (এসএআই), ফিজিক্যাল এডুকেশন ফাউন্ডেশন অফ ইন্ডিয়া (পিইএফআই)-এর শীর্ষ আধিকারিকরা।
লক্ষ্ণৌতে সাই-এর নেতাজী সুভাষ আঞ্চলিক কেন্দ্র আয়োজিত এই সাইকেল অভিযানে তরুণ-তরুণীরা ছাড়াও ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্স (এনসিওই)-এর ১০০ জনেরও বেশি ক্রীড়াবিদ উৎসাহের সঙ্গে অংশ নিয়েছিলেন।
নাগরিকদের স্থূলতার বিরুদ্ধে লড়াইয়ে এবং সারা দেশে বায়ু দূষণের মাত্রা কমাতে দৈনন্দিন জীবনযাত্রায় সাইকেল চালানোকে অন্তর্ভুক্ত করার জন্য উৎসাহিত করেন ডঃ মান্ডভিয়া। সাইকেল ব়্যালির পর সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় তিনি একথা জানান। তিনি আরও বলেন, সাইকেল চালানো শুধুমাত্র মানুষের স্বাস্থ্যের উন্নতি করে না, বরং চরিত্র গঠন করে, আত্মবিশ্বাস বাড়ায় এবং দেশ গঠনেও ভূমিকা রাখে। এটি কেবল পরিবহণের একটি মাধ্যম নয়, স্বাস্থ্যকর এবং সুস্থায়ী ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি সাইকেল চালানোকে দৈনন্দিন জীবনযাত্রায় যুক্ত করার আহ্বান জানান। তিনি বলেন, শারীরিক সুস্থতাকে অগ্রাধিকার দিয়ে সুস্থ যুব সমাজ একটি সমৃদ্ধশালী দেশ গঠনে সাহায্য করে।
এখনও পর্যন্ত দেশজুড়ে ৫ হাজারেরও বেশি স্থানে এই সাইকেল অভিযানের আয়োজন করা হয়েছে। এতে ২ লক্ষেরও বেশি মানুষ এতে অংশ নিয়েছেন। সাইকেল চালানোর বিষয়ে উৎসাহী, ক্রীড়াবিদ, প্রশিক্ষক, ক্রীড়া বিজ্ঞান বিশেষজ্ঞ এবং অন্যান্যদের অংশগ্রহণে একাধিক রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে এই উদ্যোগ পরিচালিত হচ্ছে।
উল্লেখ্য, সাইক্লিং ফেডারেশন অফ ইন্ডিয়া (সিএফআই), মাই বাইকস অ্যান্ড মাই ভারত-এর সহযোগিতায় কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’ অভিযান করে থাকে। সারা দেশে সাইয়ের আঞ্চলিক কেন্দ্র, ন্যাশনাল সেন্টার্স অফ এক্সেলেন্স এবং খেলো ইন্ডিয়া সেন্টারগুলিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
SC/SS/SKD
(Release ID: 2114643)
Visitor Counter : 16