কর্পোরেটবিষয়সংক্রান্তমন্ত্রক
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রকল্প – তরুণদের ক্ষমতায়ন, কর্মজীবন

Posted On: 21 MAR 2025 5:39PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২১ মার্চ ২০২৫

 

"পিএম ইন্টার্নশিপ প্রকল্পে বলিষ্ঠ সমর্থন দেখে উৎসাহিত বোধ করছি। আমাদের তরুণদের ক্ষমতায়ন এবং ভবিষ্যৎ-উপযোগী কর্মীবাহিনী গড়ে তোলার লক্ষ্যে এটি একটি বড় পদক্ষেপ।"

- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ভারতের তরুণদের বিপুল সম্ভাবনার কথা মাথায় রেখে ৩ অক্টোবর ২০২৪ তারিখে প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিমের (পিএমআইএস) সূচনা করে ভারত সরকার। এই প্রকল্পে আগামী ৫ বছর ধরে দেশের শীর্ষ সংস্থাগুলিতে এক কোটি ভারতীয় তরুণের ১২ মাসের জন্য সবেতন ইন্টার্নশিপের ব্যবস্থা রাখা হয়েছে। এর ফলে, শিক্ষা ও শিল্পের মধ্যে দূরত্ব ঘুচবে, শ্রেণীকক্ষের শিক্ষাকে হাতে-কলমে প্রয়োগ করা যাবে।

পিএমআইএস পোর্টাল এবং মোবাইল অ্যাপের মাধ্যমে এই প্রকল্পে নাম নথিভুক্তির জন্য আবেদন করা যাবে। ১৭ মার্চ ২০২৫ তারিখে অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন, পিএমআইএস মোবাইল অ্যাপের আনুষ্ঠানিক সূচনা করেন। এই মোবাইল অ্যাপের মাধ্যমে প্রার্থীরা একই সময়ে তিনটি ইন্টার্নশিপের জন্য আবেদন জানাতে পারবেন। অংশগ্রহণকারীর সংখ্যা বাড়াতে কলেজ, আইটিআই এবং রোজগার মেলার মাধ্যমে ৮০টি কর্মসূচি সংগঠিত করা হয়েছে।

এছাড়া এই অ্যাপে রেফারেল প্রোগ্রামের ব্যবস্থা রাখা হয়েছে, যার ফলে নথিভুক্ত ব্যবহারকারীরা অন্য যোগ্য প্রার্থীদের নামও সুপারিশ করতে পারবেন এবং পুরস্কার পাবেন। পিএমআইএস ওয়েব পোর্টালেও এই রেফারেল ব্যবস্থা রাখা হয়েছে। এখানে অ্যাপটির লিঙ্ক দেওয়া হল -  https://play.google.com/store/apps/details?id=com.mca.pm_internship

দ্বিতীয় রাউন্ডের ইন্টার্নশিপের আবেদন ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত করা যাবে। যোগ্য প্রার্থীরা নতুন মোবাইল অ্যাপের মাধ্যমে বা https://pminternship.mca.gov.in/ পোর্টালের মাধ্যমে আবেদন জানাতে পারেন।

কোম্পানিগুলির পূর্ণাঙ্গ তালিকা এই লিঙ্কে পাওয়া যাবে -  https://pminternship.mca.gov.in/assets/docs/Partner_Companies.pdf

প্রধানমন্ত্রীর ইন্টার্নশিপ প্রকল্প শুধুমাত্র একটি কর্মসংস্থানের কর্মসূচি নয়, এটি ভারতের ভবিষ্যতের জন্য একটি রূপান্তরমূলক বিনিয়োগ। এই প্রকল্পের মাধ্যমে তরুণরা দেশের অগ্রগতির ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করতে পারবেন।

সূত্র -
https://x.com/narendramodi/status/1880301386983973081
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2061909&utm_source
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2111914#:~:text=The%20Prime%20Minister's%20Internship%20Scheme,over%20the%20next%20five%20years
•    https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2112011
•    https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2080860#:~:text=Internships%20under%20PMIS%20aim%20to,benefit%20from%20the%20nation's%20progress
•    https://www.myscheme.gov.in/schemes/pmis?
•    https://pminternship.mca.gov.in/login/
•    https://pminternship.mca.gov.in/explore-more/
•    https://pminternship.mca.gov.in/assets/docs/Partner_Companies.pdf

 

SC/MP/AS/


(Release ID: 2114095) Visitor Counter : 34