রাষ্ট্রপতিরসচিবালয়
নতুন দিল্লির এইমস-এর সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি
Posted On:
21 MAR 2025 6:24PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২১ মার্চ ২০২৫
রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন।
এই উপলক্ষে তাঁর ভাষণে রাষ্ট্রপতি বলেন, স্বাস্থ্য পরিচর্যায় উৎকর্ষতা, ডাক্তারি শিক্ষা এবং জীব বিজ্ঞানের গবেষণার ক্ষেত্রে নতুন দিল্লির এইমস বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছে। এই প্রতিষ্ঠান লক্ষ লক্ষ রোগীর আশার প্রতীক। রাষ্ট্রপতি বলেন, শুধুমাত্র দেশে নয়, এইমস আন্তর্জাতিক ক্ষেত্রেও এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। চিকিৎসা ও গবেষণার মাধ্যমে ৬৯ বছরের এই প্রতিষ্ঠান সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এইমসের সামগ্রিক ব্যবস্থায় সন্তোষপ্রকাশ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, যে কোনও প্রতিষ্ঠানের অগ্রগতির ক্ষেত্রে সুশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এইমস-ও তার ব্যতিক্রম নয়।
ছাত্র-ছাত্রীদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, এখন তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে হবে। তবে, তাঁদের স্মরণ করিয়ে দিয়ে বলেন, অবহেলিতদের কথা যেন তাঁরা ভুলে না যান। তিনি বলেন, দেশে এমন অনেক জয়গা রয়েছে যেখানে পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক নেই। এখান থেকে পাশ করা চিকিৎসকরা সেই সব অঞ্চলের মানুষের সেবা করবেন বলে তিনি আশাপ্রকাশ করেন।
SC/MP/AS/
(Release ID: 2114033)
Visitor Counter : 22