ক্ষুদ্র, অতিক্ষুদ্রওমাঝারিশিল্পমন্ত্রক
azadi ka amrit mahotsav

রাষ্ট্রপতি ভবনের অমৃত উদ্যানে আগামীকাল উদ্যম উৎসবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু

Posted On: 19 MAR 2025 2:47PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৯ মার্চ, ২০২৫

 

অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ মন্ত্রক রাষ্ট্রপতি ভবনে আগামীকাল ২০ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত ‘উদ্যম উৎসব’-এর আয়োজন করেছে। সংশ্লিষ্ট শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ক্ষমতায়ন, উৎসাহদান এবং দেশের বিভিন্ন প্রান্তের ঐতিহ্যশালী নিদর্শনগুলিকে নাগরিকদের কাছে উপস্থাপিত করতে এই উৎসবের আয়োজন করা হয়েছে। রাষ্ট্রপতি ভবনে ২০ মার্চ এই উৎসবে উপস্থিত থাকবেন স্বয়ং রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু।

এই উৎসবের কিছু গুরুত্বপূর্ণ দিক :
ঐতিহ্য ও হস্তশিল্প, জৈব ও কৃষি-ভিত্তিক বিভিন্ন পণ্যসামগ্রী, পরিবেশ-বান্ধব অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি প্রযুক্তি, মহিলা শিল্পোদ্যোগী, পিএম বিশ্বকর্মা ও আদিবাসী শিল্পোদ্যোগী, খাদি ও গ্রামোদ্যোগ শিল্প এবং অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগের উৎপাদিত পণ্যসামগ্রীর বাণিজ্যিকীকরণের জন্য সহায়ক প্যাভিলিয়ন – এই সাতটি প্যাভিলিয়নে বিভিন্ন সামগ্রী প্রদর্শিত হবে। 

হস্তশিল্পী ও শিল্পোদ্যোগীদের উৎপাদিত সামগ্রী প্রায় ৬০টি স্টলে প্রদর্শিত হবে।

অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ এবং আদিবাসী উদ্যোগ মন্ত্রকের অধীনস্থ পিএম বিশ্বকর্মা প্রকল্পের আওতায় উৎপাদিত পণ্যসামগ্রীর জন্য একটি নির্দিষ্ট প্যাভিলিয়ন থাকবে। এই প্যাভিলিয়নে মৃৎশিল্পীরা বিভিন্ন পণ্যসামগ্রী উৎপাদন করবেন। 

বিভিন্ন অঞ্চলের খাদ্যসামগ্রী নিয়ে থাকছে কয়েকটি স্টল। চন্দ্রযানের একটি মডেলও প্রদর্শিত হবে। 

হুনার সঙ্গীত, নুক্কড় নাটক, রাজস্থানী পাপেট প্রস্তুতকারকদের বিভিন্ন প্রদর্শনী এই উৎসবে নিয়ে আসবে অতিরিক্ত প্রাণের ছোঁয়া।

২০ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য এই উৎসব খোলা থাকবে। নর্থ অ্যাভিনিউ যেখানে রাষ্ট্রপতি ভবনের সঙ্গে মিশেছে, ঐ অঞ্চলের ৩৫ নম্বর গেট দিয়ে ঢোকা যাবে। অনলাইনে বিনামূল্যে বুকিং করা যাবে - 
https://visit.rashtrapatibhavan.gov.in/plan-visit/amrit-udyan/rE/mO

 

SC/CB/DM.


(Release ID: 2112904) Visitor Counter : 17