প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

মরিশাসে ভারতীয়দের সামনে ভাষণ প্রধানমন্ত্রীর

प्रविष्टि तिथि: 11 MAR 2025 9:37PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১১ মার্চ ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং মরিশাসের প্রধানমন্ত্রী মাননীয় নবীনচন্দ্র রামগুলাম আজ  ভারতীয়দের এক সভায় ভাষণ দেন। মরিশাসের ট্রায়ানন কনভেনশন সেন্টারে আয়োজিত এই সভায় ছাত্র, পেশাদার, ব্যবসায়ী এবং সামাজিক, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সহ ভারতীয়রা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী মোদীকে মরিশাসের সর্বোচ্চ নাগরিক সম্মান 'গ্র্যান্ড কম্যান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অ্যান্ড কি অফ দ্য ইন্ডিয়ান ওশান (জি.সি.এস.কে.)' প্রদানের কথা ঘোষণা করেন মরিশাসের প্রধানমন্ত্রী।

তাঁর ভাষণে প্রধানমন্ত্রী মরিশাসের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং দুই দেশের মধ্যে প্রাণবন্ত সম্পর্ককে মজবুত করার ক্ষেত্রে তাঁর ভূমিকার প্রশংসা করেন শ্রী মোদী। দুই দেশের মধ্যে দীর্ঘ ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে মরিশাসে বসবাসরত ভারতীয় বংশোদ্ভূতদের ভূমিকারও প্রশংসা করেন প্রধানমন্ত্রী মোদী। ভারত ও মরিশাসের মধ্যে দীর্ঘ সম্পর্কের উল্লেখ করে শ্রী মোদী জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। আন্তর্জাতিক সৌরজোট এবং বিশ্ব জৈব জ্বালানি জোট উদ্যোগে মরিশাসের অংশীদারিত্বের প্রশংসা করেন প্রধানমন্ত্রী।


SC/MP/AS/


(रिलीज़ आईडी: 2111523) आगंतुक पटल : 44
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada