রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

এইমস, ভাটিন্ডার সমাবর্তন সমারোহে রাষ্ট্রপতি

Posted On: 11 MAR 2025 5:56PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১১ মার্চ, ২০২৫

 

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ এইমস, ভাটিন্ডার সমাবর্তন সমারোহে ভাষণ দেন।

রাষ্ট্রপতি বলেন, এইমস সাধারণ মানুষের সুলভে চিকিৎসা পাওয়ার বড় অবলম্বন। এই প্রতিষ্ঠানের পড়ুয়ারা সর্বোচ্চ মানের শিক্ষা ও গবেষণা পরিষেবার সুবিধা পেয়ে থাকেন। ৭৫০ শয্যা বিশিষ্ট এইমস ভাটিন্ডায় এলাকার সাধারণ মানুষের বড় ভরসার স্থল। চিকিৎসা সংক্রান্ত গবেষণার অভিমুখ স্থানীয় বিষয়ের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক নানা ক্ষেত্রেও চালিত হওয়া দরকার বলে রাষ্ট্রপতি মনে করেন।

চিকিৎসকরা আমাদের সমাজে সম্মানের আসনে অধিষ্ঠিত বলে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, তাঁদের কর্মকান্ডে পেশাদারিত্বের সঙ্গে মানবিকতা ও মূল্যবোধের মাত্রাটিও যুক্ত থাকবে – এমনটাই প্রত্যাশিত। তাঁদের নানা সময়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। সেজন্য চিকিৎসকদেরও নিজেদের সুস্থ সবল রাখতে যোগাভ্যাস এবং উপযুক্ত জীবনশৈলী অনুসরণ করার পরামর্শ দেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতির ভাষণ দেখতে এখানে ক্লিক করুন   
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/mar/doc2025311518401.pdf 

 


SC/AC/SG


(Release ID: 2110656) Visitor Counter : 6