সংসদবিষয়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

জাতীয় যুব সংসদ কর্মসূচির দ্বিতীয় পর্ব সমগ্র দেশবাসীর সামনে তুলে ধরা হয়েছে

प्रविष्टि तिथि: 11 MAR 2025 11:20AM by PIB Kolkata

নতুন দিল্লি, ১১ মার্চ ২০২৫

 

সংসদ বিষয়ক মন্ত্রক জাতীয় যুব সংসদ কর্মসূচি (এনওয়াইপিএস) ওয়েব পোর্টাল-এর দ্বিতীয় পর্বের নব সংস্করণ প্রকাশ করেছে। পূর্ববর্তী সংস্করণটি স্বীকৃত প্রতিষ্ঠানগুলির ছাত্র-ছাত্রীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এনওয়াইপিএস-এর নতুন সংস্করণ আর্থিক,  লিঙ্গ, জাত, ধর্ম, এলাকা নির্বিশেষে সমগ্র দেশবাসীর জন্য উন্মুক্ত। এতে বলা হয়েছে, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান পোর্টালে দেওয়া নির্দেশিকার ভিত্তিতে যুব সংসদের আয়োজন করতে পারে। ষষ্ঠ থেকে একাদশ শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীরা কিশোরসভার অধীন এবং স্নাতক ও স্নাতকোত্তর ছাত্র-ছাত্রীরা তরুণসভা পর্যায়ে পড়বে। 

এছাড়াও গ্রুপ ভিত্তিক অংশগ্রহণেরও সংস্থান রয়েছে। এতে নাগরিকদের গোষ্ঠী,  পোর্টালের নির্দেশিকা মতো যুব সংসদের আয়োজন করে তাতে অংশ নিতে পারে। ব্যক্তিগত স্তরেও অংশ নেওয়ার সংস্থান রয়েছে। ‘ভারতীয় গণতন্ত্র সক্রিয়’ এই বিষয়ে ক্যুইজ প্রতিযোগিতা আয়োজন করে ব্যক্তিগত অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হয়েছে। এনওয়াইপিএস-এর দ্বিতীয় সংস্করণে জাতীয় যুব সংসদ প্রতিযোগিতায় অংশীদারদের অংশগ্রহণে উৎসাহ দিয়েছে। এক্ষেত্রে কেন্দ্রীয় বিদ্যালয়, জওহর নবোদয় বিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়, কলেজ প্রভৃতিকে জাতীয় পর্যায়ের মঞ্চের মাধ্যমে অংশগ্রহণ করতে বলা হয়েছে। এক্ষেত্রে পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং নবীন প্রশিক্ষণ কোর্সকে এই প্রতিযোগিতার সঙ্গে যুক্ত করা হয়েছে। এছাড়াও মন্ত্রক সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিব, বিধানসভা ও বিধান পরিষদকে এনওয়াইপিএস পোর্টালে অংশগ্রহণ বাড়াতে অনুরোধ করেছে। গণতন্ত্রের শিকড়কে শক্তিশালী করতে শৃঙ্খলাবোধ এবং সহিষ্ণুতার মনোভাব গড়ে তুলে সংসদীয় প্রক্রিয়া এবং সরকার পরিচালনা সংক্রান্ত জ্ঞানের প্রসার এর লক্ষ্য। সংসদীয় ও গণতান্ত্রিক  মূল্যবোধের প্রসার ঘটানো এর লক্ষ্য।

রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে গতকাল একথা জানিয়েছেন সংসদ বিষয়ক ও তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডঃ এল মুরুগন। 

 

SC/AB/AS


(रिलीज़ आईडी: 2110382) आगंतुक पटल : 36
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi , Gujarati , Tamil , Telugu , Malayalam