প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী ৭-৮ মার্চ কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ সহ গুজরাট সফর করবেন
Posted On:
07 MAR 2025 7:09AM by PIB Kolkata
নয়াদিল্লি, ৭ মার্চ, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৭-৮ মার্চ কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ সহ গুজরাট সফর করবেন। তিনি ৭ মার্চ দুপুর ২টো নাগাদ সিলভাসায় নমো হাসপাতালের প্রথম পর্বের উদ্বোধন করবেন। এরপর, সেখানে তিনি দুপুর ২-৪৫ মিনিট নাগাদ কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য ২,৫৮০ কোটি টাকারও বেশি মূল্যের বহুবিধ উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন। সেখান থেকে তিনি বিকেল ৫টা নাগাদ সুরাট পৌঁছবেন এবং সুরাট খাদ্য সুরক্ষা স্যাচুরেশন অভিযানের সূচনা করবেন। ৮ তারিখ সকাল ১১-৩০ মিনিট নাগাদ প্রধানমন্ত্রী নভসারি সফর করবেন। সেখানে তিনি ‘লাখপতি দিদি’দের সঙ্গে মতবিনিময়ে করবেন। এরপর, বিভিন্ন প্রকল্পের সূচনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শ্রী মোদী।
দেশের সমস্ত স্তরে স্বাস্থ্য পরিষেবার সুযোগ বৃদ্ধিই প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য। সেদিকে তাকিয়ে সিলভাসায় ৪৫০ শয্যার নমো হাসপাতালের প্রথম পর্বের উদ্বোধন করবেন তিনি, যার আর্থিক মূল্য ৪৬০ কোটি টাকারও বেশি। এতে দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ-এ স্বাস্থ্য পরিষেবা বিশেষভাবে শক্তিশালী হবে। এলাকার মানুষ, বিশেষত আদিবাসী সম্প্রদায় অত্যাধুনিক চিকিৎসা পরিষেবার সুযোগ পাবেন। সিলভাসাতে তিনি ২,৫৮০ কোটি টাকারও বেশি মূল্যের নানাবিধ উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন, যার অন্তর্গত বিভিন্ন গ্রামীণ সড়ক সহ অন্য সড়ক পরিকাঠামো, বিদ্যালয়, সুস্বাস্থ্য কেন্দ্র, পঞ্চায়েত ও প্রশাসনিক ভবন, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, জল সরবরাহ ও নিকাশি পরিকাঠামো প্রভৃতি। যোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণ, শিল্পোন্নয়নের প্রসার ও পর্যটনকে উৎসাহ দেওয়ার পাশাপাশি, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং এলাকায় জনসচেতনতা উদ্যোগের প্রসারও এসব প্রকল্পগুলির মূল উদ্দেশ্য।
রোজগার মেলার অধীন প্রধানমন্ত্রী নিয়োগপত্র বিতরণ করবেন এবং পিএম আবাস যোজনা – শহর, গির আদর্শ আজীবিকা যোজনা এবং সিলভান দিদি প্রকল্পের অন্তর্গত বিভিন্ন সুযোগ-সুবিধা প্রাপকদের হাতে তুলে দেবেন।
৭ মার্চ প্রধানমন্ত্রী গুজরাটের সুরাটের লিম্বায়াতে সুরাট খাদ্য সুরক্ষা স্যাচুরেশন প্রচারাভিযান কর্মসূচির সূচনা করবেন এবং জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীন বিভিন্ন সুযোগ-সুবিধা ২.৩ লক্ষেরও বেশি প্রাপকদের হাতে তুলে দেবেন। মহিলা ক্ষমতায়ন সরকারের বিভিন্ন কাজের অন্যতম। প্রধানমন্ত্রীর আদর্শপথে তাঁদের সার্বিক বিকাশের লক্ষ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সেদিকে তাকিয়ে ৮ মার্চ আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নভসারি জেলায় ভানসি ভোরসি গ্রামে ‘লাখপতি দিদি’ কর্মসূচিতে যোগ দেবেন। ৫ লক্ষ ‘লাখপতি দিদি’কে তিনি সম্বর্ধনা ও শংসাপত্র প্রদান করবেন।
প্রধানমন্ত্রী গুজরাট সরকারের ‘গুজরাট স্কিম ফর অন্ত্যোদয় ফ্যামিলিজ ফর অগমেন্টিং লাইলিহুডস’ বা জি-সফল এবং ‘গুজরাট মেন্টরশিপ অ্যান্ড অ্যাক্সিলেরেশন অফ ইন্ডিভিজুয়ালস ফর ট্রান্সফর্মিং রুরাল ইনকাম’ বা জি-মৈত্রী কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন।
‘জি-মৈত্রী’ কর্মসূচি হল স্টার্ট-আপগুলিকে আর্থিক এবং অন্য সহায়ক সুবিধাপ্রদান। গ্রামীণ জীবনধারণে একটি সুগম বাতাবরণ গড়ে তোলার লক্ষ্যে এই কর্মসূচির সূচনা। ‘জি-ফসল’ গুজরাটের দুটি উচ্চাকাঙ্ক্ষী জেলা এবং ১৩টি উচ্চাকাঙ্ক্ষী ব্লকের অন্ত্যোদয় পরিবারগুলির এসএইচজি মহিলাদের আর্থিক এবং উদ্যোগগত প্রশিক্ষণ যোগানোর লক্ষ্যে একটি প্রকল্প।
SC/AB/DM
(Release ID: 2109067)
Visitor Counter : 19
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam