নারীওশিশুবিকাশমন্ত্রক
রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আন্তর্জাতিক নারী দিবস উদযাপন অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন
Posted On:
06 MAR 2025 11:48AM by PIB Kolkata
নতুন দিল্লি ৬ মার্চ ২০২৫
ভারত সরকার ৮ মার্চ ২০২৫ আন্তর্জাতিক নারী দিবস পালন করবে। নারী ও শিশু কল্যাণ মন্ত্রক ওই দিন নতুন দিল্লির বিজ্ঞান ভবনে “নারী শক্তি সে বিকশিত ভারত” শীর্ষক জাতীয় আলোচনা চক্রের আয়োজন করছে। রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। উপস্থিত থাকবেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শ্রীমতী অন্নপূর্ণা দেবী, প্রতিমন্ত্রী শ্রীমতী সাবিত্রী ঠাকুর, শীর্ষ আধিকারিক এবং বিশিষ্ট অতিথিগণ। এই উপলক্ষে #SheBuildsBharat-এর মাধ্যমে একটি বড় প্রচারাভিযানেরও আয়োজন করা হয়েছে।
সশস্ত্র বাহিনী, আধা সামরিক বাহিনী, দিল্লি পুলিশের মহিলা আধিকারিদের পাশাপাশি মাই ভারত স্বেচ্ছাসেবী, অঙ্গণওয়াড়ি কর্মী, আশাকর্মী, স্বনির্ভর গোষ্ঠী ইত্যাদির সদস্যরা অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়াও বিভিন্ন মন্ত্রক ও দফতরের মহিলা আধিকারিকদের অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানে বিশ্বব্যাঙ্ক, ইউনিসেফ, ইউএনউইমেন, ইউএনডিপি, ইউএনএফপিএ ইত্যাদির মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর ওইদিন মূল্যবাণ উচ্চস্তরের আলোচনাচক্র অনুষ্ঠিত হবে। এর পাশাপাশি বাণিজ্য, ক্রীড়া, সংবাদমাধ্যম এবং প্রশাসনের বিশিষ্ট মহিলাদের নিয়ে তিনটি বিষয় ভিত্তিক আলোচনাচক্র হবে। একটি অভিনব ডিজিটাল মিডিয়া এবং আলাপচারিতার জন্য নির্দিষ্ট জায়গায় প্রগতিশীল ভারত গঠনে মহিলাদের অবদান নিয়ে নানা ধরনের অনুষ্ঠান হবে।
গোটা অনুষ্ঠানটি দূরদর্শন, ওয়েবকাস্ট লিঙ্ক, নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের সামাজিক মাধ্যম এবং বিশ্বব্যাঙ্ক লাইভ-এ সরাসরি সম্প্রচার হবে বহুল প্রচারের জন্য।
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে ভারত সরকার রূপান্তরকারী নীতি এবং উদ্যোগের মাধ্যমে মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে একনিষ্ঠ। যত ভারত উন্নয়নের পথে এগোবে, ততই আত্মনির্ভর এবং সমৃদ্ধ ভারতের ভিত্তি হয়ে উঠবে নারী শক্তি।
SC/AP/CS…
(Release ID: 2108784)
Visitor Counter : 27