নির্বাচনকমিশন
azadi ka amrit mahotsav

মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও), জেলা নির্বাচনী আধিকারিক (ডিইও), নির্বাচনী আধিকারিক (ইআরও)-দের নিয়মিতভাবে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করার এবং আইনী কাঠামোর মধ্যে থেকে সমস্যা সমাধানের নির্দেশ

Posted On: 04 MAR 2025 3:02PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৪ মার্চ, ২০২৫

 

নতুন দিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্ট (IIIDEM)-এ আজ নির্বাচন কমিশনের উদ্যোগে সব রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে মুখ্য নির্বাচনী আধিকারিকদের দুদিনের সম্মেলনের সূচনা হয়েছে। শ্রী জ্ঞানেশ কুমার মুখ্য নির্বাচন কমিশনারের দায়িত্ব গ্রহণের পর এই ধরণের সম্মেলন এই প্রথম। সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনার শ্রী কুমার এবং দুই নির্বাচন কমিশনার ডঃ সুখবীর সিং সান্ধু ও ডঃ বিবেক যোশী মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। স্বীকৃত আইনী কাঠামোর মধ্যে নির্বাচনী ব্যবস্থাপনাকে আরও উন্নত করার পন্থা পদ্ধতি নিয়ে কথা হয়।

মুখ্য নির্বাচন কমিশনার শ্রী জ্ঞানেশ কুমার মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও), জেলা নির্বাচনী আধিকারিক (ডিইও), নির্বাচনী আধিকারিক (ইআরও) সহ সবাইকে স্বচ্ছতার সঙ্গে কাজ করতে এবং দেশের আইনী কাঠামোয় তাদের সংবিধিবদ্ধ দায়িত্ব পালনের আহ্বান জানান।

রাজনৈতিক দলগুলির সমস্যার প্রতি সংবেদনশীল হতে শ্রী কুমার আধিকারিকদের নির্দেশ দেন। এজন্য নিয়মতি রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করতে এবং আইনী কাঠামোর মধ্যে থেকে বিভিন্ন বিষয়ের নিরসন করতে উদ্যোগী হওয়ার পরামর্শ দেন তিনি। প্রতিটি বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তার রিপোর্ট চলতি বছরের ৩১ মার্চ-এর মধ্যে সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিককে জানাতে মুখ্য নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার।

আধিকারিকদের সংবিধান এবং কমিশনের নির্দেশ অনুযায়ী নিজেদের ভূমিকা ও দায়িত্ব পালনের নির্দেশ দেন মুখ্য নির্বাচন কমিশনার। ১৮ বছরের বেশি বয়সী ভারতের প্রতিটি নাগরিকের নাম যাতে ভোটার তালিকায় ওঠে তা সুনিশ্চিত করার নির্দেশ দেন তিনি। নাগরিকদের সঙ্গে ভদ্র ও সৌজন্যমূলক ব্যবহার করতে বিএলও-দের নির্দেশ দেওয়ার পাশাপাশি কোনো নির্বাচনী আধিকারিক বা কর্মীকে যাতে হুমকির ও ভীতি প্রদর্শনের মুখে না পড়তে হয় তা সুনিশ্চিত করার কথাও বলেন মুখ্য নির্বাচন কমিশন।

প্রতিটি বুথে ভোটদাতার সংখ্যা যাতে ৮০০ থেকে ১২০০-র মধ্যে হয় এবং কারোর বুথই যাতে বাড়ি থেকে ২ কিলোমিটারের বেশি দূরে না হয় তা নিশ্চিত করার নির্দেশ দেন মুখ্য নির্বাচন কমিশনার। গ্রামীণ এলাকার প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রে ন্যূনতম সুবিধার ব্যবস্থা করার কথা বলেন তিনি। শহুরে এলাকায় বহুতল ভবনের পাশাপাশি বস্তিগুলিতেও যাতে ভোটগ্রহণ কেন্দ্রের ব্যবস্থা করা হয় তা নিশ্চিত করতে বলেন শ্রী কুমার। 

সাংবিধানিক ও আইনী কাঠামো পর্যালোচনার পর কমিশন সমগ্র নির্বাচন প্রক্রিয়ায় সিইও, ডিইও, ইআরও, রাজনৈতিক দল, প্রার্থী, পোলিং এজেন্টের মতো ২৮টি পক্ষকে চিহ্নিত করেছে। এই সবকটি পক্ষকে আরও শক্তিশালী ও সক্ষম করে তোলার লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। 

এই প্রথম প্রতিটি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল থেকে একজন ডিইও এবং একজন ইআরও সম্মেলনে যোগ দিয়েছেন।


SC/SD/SKD


(Release ID: 2108095) Visitor Counter : 10