সংস্কৃতিমন্ত্রক
ঘাট পরিচ্ছন্ন করে তোলা – আশীর্বাদ প্রাপ্তি : মহাকুম্ভ ২০২৫-এর পর দ্বৈত উদ্যোগ
Posted On:
03 MAR 2025 7:30PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৩ মার্চ ২০২৫
প্রয়াগরাজে মহাকুম্ভ ২০২৫ উপলক্ষে ত্রিবেণী সঙ্গমে পুণ্য অবগাহন করেছেন ৬৬.৩০ কোটিরও বেশি মানুষ। ৪৫ দিনের এই সমারোহ আধ্যাত্মিক চেতনা ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনবদ্য প্রতীক হয়ে উঠেছে।
মহাকুম্ভ ২০২৫-এর সম্মিলনস্থল পরিচ্ছন্ন রাখতে সাফাইকর্মীদের উদ্যোগ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে। পাশাপাশি, গঙ্গা পরিচ্ছন্ন রাখার কাজে রেকর্ড ৩২৯ জন এবং সামগ্রিক ভাবে পরিচ্ছন্নতা বজায় রাখতে রেকর্ড ১৯ হাজার মানুষ সামিল হয়েছেন। পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষার এই উদ্যোগকে কুর্ণিশ জানিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এপ্রিল ২০২৫ থেকে ১৬ হাজার টাকা বেতন বৃদ্ধির ঘোষণা করেছেন। এছাড়াও ১০ হাজার টাকার বোনাসের কথাও জানানো হয়েছে।
মেলা শেষ হওয়ার পর ওই এলাকাকে আগের চেহারায় ফিরিয়ে দেওয়া বেশ বড় একটি কাজ। সেজন্যই উত্তরপ্রদেশ সরকার ১৫ দিনের পরিচ্ছন্নতা কর্মসূচির সূচনা করেছে। হাজার হাজার সাফাইকর্মী ও স্বেচ্ছাসেবক নদীর পাড়, রাস্তা পরিচ্ছন্ন করে তোলার কাজে হাত লাগিয়েছেন।
বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে মেলার সময় গড়ে তোলা ১.৫ লক্ষ ভ্রাম্যমান শৌচালয়, অস্থায়ী তাবু সরিয়ে নেওয়া, বর্জ্যের যথাযথ প্রক্রিয়াকরণে।
এর পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে সাধারণ নাগরিকদেরও নদীর জল পরিচ্ছন্ন রাখায় উদ্যোগী হতে বলা হয়েছে।
একথা অনস্বীকার্য যে সাফাইকর্মী, নিরাপত্তাকর্মী এবং স্থানীয় কর্তৃপক্ষের সক্রিয় সহায়তা ছাড়া মহাকুম্ভ ২০২৫-এর সফল আয়োজন অসম্ভব হয়ে পড়তো। দৈনিক ১৫ হাজার সাফাইকর্মী এবং ২ হাজার ‘গঙ্গা সেবাদূত’ দিন-রাত এক করে ‘স্বচ্ছ কুম্ভ’-এর ধারণার বাস্তবায়নে কাজ করে গেছেন।
উত্তরপ্রদেশের যে সব বাসিন্দা মহাকুম্ভে আসতে পারেননি, তাঁদের কাছেও ত্রিবাণী সঙ্গমের পুণ্যজল পৌঁছে দেওয়ায় দমকল ও জরুরী বিভাগকে দায়িত্ব দিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই ৫ লক্ষ লিটার জল বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে।
আর এক দিক থেকে এই মহাকুম্ভ নজির গড়েছে। উত্তরপ্রদেশের সংশোধনাগাড়গুলির ৯০ হাজারেরও বেশি বাসিন্দাকে পুণ্যজলে স্নান করার সুযোগ দেওয়া হয়েছে।
সবমিলিয়ে বলতে গেলে, মহাকুম্ভ কেবলমাত্র একটি আধ্যাত্মিক সম্মেলনই নয়, মানুষের সহিষ্ণুতা এবং সম্মিলিত উদ্যোগের এক অনন্য উদাহরণ হিসেবে ইতিহাসে জায়গা করে নিয়েছে।
SC/AC/AS
(Release ID: 2108047)
Visitor Counter : 31