আবাসনএবংশহরাঞ্চলেরদারিদ্র্যদূরীকরণমন্ত্রক
azadi ka amrit mahotsav

জয়পুরে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দ্বাদশ আঞ্চলিক 3R এবং সার্কুলার আর্থিক ফোরামের সূচনা

Posted On: 03 MAR 2025 2:12PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৩ মার্চ, ২০২৫

 

জয়পুরে আজ থেকে শুরু হল এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দ্বাদশ আঞ্চলিক 3R এবং সার্কুলার আর্থিক ফোরামের বৈঠক। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী শ্রী মনোহর লাল, রাজস্থানের মুখ্যমন্ত্রী শ্রী ভজনলাল শর্মা, সলোমন দ্বীপপুঞ্জের মন্ত্রী শ্রী ট্রেভর হেডলি মণিমাহেগা, মালদ্বীপের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত উপমন্ত্রী শ্রী আহমেদ নিজাম প্রমুখ। জাপানের পরিবেশ মন্ত্রী শ্রী অ্যাসাও কেইচিরোও ভার্চুয়াল মাধ্যমে এতে যোগ দেন। 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বার্তা

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই উপলক্ষে ফোরামের প্রতিনিধিদের উদ্দেশে এক বিশেষ লিখিত বার্তা পাঠান। সেখানে তিনি নগরোন্নয়ন এবং সম্পদের সঠিক ব্যবহারের ক্ষেত্রে 3R এবং সার্কুলার আর্থিক নীতির ভূমিকার কথা উল্লেখ করেন। সেইসঙ্গে নেট জিরো বা কার্বন নিঃসরণকে শূন্যে নিয়ে যাওয়ার লক্ষ্যে ভারতের অঙ্গীকারের কথা উল্লেখ করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী শ্রী মনোহর লাল বৃষ্টির জলের সঠিক সংরক্ষণ ও হস্তশিল্প সামগ্রীর পুনর্ব্যবহারের উপর গুরুত্ব দেন। প্রধানমন্ত্রী মোদীর ভাবনাকে এগিয়ে নিয়ে যেতে ফোরামের সদস্য দেশগুলির মধ্যে একটি কর্মীগোষ্ঠী গড়ে তোলার উপর জোর দেন তিনি। শ্রী মনোহর লাল বলেন, সার্কুলার বা বৃত্তীয় অর্থনীতি শুধুমাত্র একটি পরিবেশগত দায়বদ্ধতা নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে আর্থিক প্রয়োজনীয়তাও। এই প্রসঙ্গে ভারতের মিশন লাইফ এবং স্বচ্ছ ভারত মিশনের কথা উল্লেখ করেন তিনি। 

সার্কুলার আর্থিক ফোরামের এই সম্মেলনে আগামী কয়েক দিন ধরে নগরোন্নয়ন ও পরিবেশ সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর আলোচনায় অংশ নেবেন বিশেষজ্ঞরা।

 

 

SC/MP/SKD


(Release ID: 2107816) Visitor Counter : 10