স্বরাষ্ট্র মন্ত্রক
টাকার লোভে তরুণ প্রজন্মকে অন্ধকারের দিকে ঠেলে দিতে সচেষ্ট মাদক পাচারকারীদের শাস্তি দেওয়ার ক্ষেত্রে মোদী সরকার আপোষহীন: অমিত শাহ
Posted On:
02 MAR 2025 11:33AM by PIB Kolkata
নয়াদিল্লি, ০২ মার্চ, ২০২৫
টাকার লোভে তরুণ প্রজন্মকে অন্ধকারের দিকে ঠেলে দিতে সচেষ্ট মাদক পাচারকারীদের শাস্তি দেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার আপোষহীন বলে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ। এক্স পোস্টে তিনি বলেছেন, নিখুঁত তদন্ত এবং সরকারের কঠোর মনোভাবের দরুন সারা দেশে ১২টি মামলায় ২৯ জন মাদক পাচারকারী দোষী সাব্যস্ত হয়েছে।
নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তৎপরতার দরুন কলকাতা অঞ্চলে ২০২০’র ১১ জুলাই নদীয়ার পলাশি ও কৃষ্ণনগরে ১ হাজার ৩০১ কিলোগ্রাম গাঁজা উদ্ধার হয়। এই মামলায় চার বছর শুনানির পর দোষী সাব্যস্তকে ২০২৫ সালের ২১ ফেব্রুয়ারি কৃষ্ণনগরের বিশেষ আদালত ১৫ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে ও ১ লক্ষ টাকা জরিমানা করেছে।
আহমেদাবাদ অঞ্চলে ২০১৯ সালের ২৭ জুলাই বিপুল পরিমাণ মাদক উদ্ধার হওয়ার ঘটনায় দোষী সাব্যস্ত তিন জনকে এ বছরের জানুয়ারিতে আদালত ১৪ বছরের কারাদন্ড দিয়েছে।
ভোপালে ২০২২ সালের জুলাই মাসে ১২৩ কিলোগ্রামেরও বেশি গাঁজা উদ্ধারের ঘটনায় এ বছর ২৪ ফেব্রুয়ারি শাহদুলের আদালত দোষী সাব্যস্ত তিন জনের ১২ বছরের সশ্রম কারাদন্ডের নির্দেশ দিয়েছে।
চণ্ডীগড়ে হকিস্টিকে আফিম পাচারের চেষ্টায় দোষী সাব্যস্ত দু’জনের তিন বছরের সশ্রম কারাদন্ডের নির্দেশ দেওয়া হয়েছে। এই অঞ্চলেই অন্য একটি মামলায় দোষী সাব্যস্তের ছ’মাসের সশ্রম কারাদন্ড হয়েছে।
কোচিনে ২০২১ সালে বিমানবন্দরে জিম্বাবোয়ের নাগরিক এক মহিলার কাছ থেকে ২ কিলোগ্রামেরও বেশি হেরোইন উদ্ধার হয়। এ বছর ২৯ জানুয়ারি আদালত তাঁর ১১ বছরের সশ্রম কারাদন্ডের নির্দেশ দিয়েছে।
দেরাদুণে মাদক পাচারের দায়ে গ্রেপ্তার এক ব্যক্তিকে এ বছর জানুয়ারিতে এক বছরের সশ্রম কারাদন্ডের নির্দেশ দেওয়া হয়েছে।
২০২১ সালের মার্চ মাসে দিল্লিতে মাদক পাচারের দায়ে গ্রেপ্তার ব্যক্তিকে এ বছর জানুয়ারিতে ১০ বছরের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
২০২১ সালের ফেব্রুয়ারিতে হায়দরাবাদে একটি টোলপ্লাজা থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়। দোষী সাব্যস্ত ৮ জনের ১০ বছরের সশ্রম কারদন্ডের নির্দেশ দেওয়া হয়েছে।
ইন্দোরে ২০২১ সালের সেপ্টেম্বর মাসে ৭ নম্বর জাতীয় মহাসড়কের উপর একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়। এ বছর ২২ ফেব্রুয়ারি সেওনির বিশেষ আদালত দোষী সাব্যস্ত চার জনের ১৫ বছরের সশ্রম কারাদন্ডের নির্দেশ দিয়েছে।
লক্ষ্ণৌতে ২০২২ সালের ফেব্রুয়ারিতে মাদক পাচারের দায়ে ধৃত ব্যক্তিকে এ বছর ২ জানুয়ারি ১৫ বছরের সশ্রম কারাদন্ডের নির্দেশ দিয়েছে আদালত। এই এলাকাতেই ২০২৪ সালের জানুয়ারিতে মাদক পাচারের দায়ে ধৃত ব্যক্তির ১১ বছরের সশ্রম কারাদন্ডের নির্দেশ দেওয়া হয়েছে ২১ ফেব্রুয়ারি।
মাদক পাচার রুখতে সাধারণ মানুষের সহযোগিতা চায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। হেল্পলাইন নম্বর – 1933.
SC/AC/SB
(Release ID: 2107727)
Visitor Counter : 8