তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

চলচ্চিত্র নির্মাতা ও অ্যানিমেটরদের জন্য বিশেষ মাস্টারক্লাস সিরিজ : প্রথম সারির সৃজনশীল স্টুডিওগুলির সঙ্গে অংশীদারিত্বে তথ্য ও সম্প্রচার মন্ত্রক

Posted On: 27 FEB 2025 6:29PM by PIB Kolkata

মুম্বাই, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫

 

তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং ডান্সিং অ্যাটমস (লস অ্যানজেলস এবং ভারতভিত্তিক একটি সৃজনশীল স্টুডিও) ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যাণ্ড এন্টারটেইনমেন্ট সামিট ওয়েভস-এর অঙ্গ হিসেবে বিশেষ মাস্টারক্লাস সিরিজের আয়োজন করেছে। অ্যানিমেশন চলচ্চিত্র নির্মাতাদের এই প্রতিযোগিতার বিজয়ীরা সারা বিশ্বের নজরে আসবেন, প্রথম সারির পেশাদারদের থেকে তালিম নেওয়ার সুযোগ পাবেন। চলচ্চিত্র নির্মাণের জন্য অর্থের যোগান এবং তা পরিবেশনের সুযোগও দেওয়া হবে তাঁদের।


স্বাধীন নির্মাতা, পড়ুয়া এবং স্টুডিওগুলি তাদের অ্যানিমেশন ফিল্ম এই প্রতিযোগিতায় পাঠাতে পারে। এখানে এই শিল্পের শীর্ষ স্থানীয় বিশেষজ্ঞরা চিত্রনাট্য লেখা, চলচ্চিত্রের নকশা, চলচ্চিত্র নির্মাণ, গল্প বলার কায়দা, অ্যানিমেশন এবং আন্তর্জাতিক বাজার বিষয়ে তাঁদের অভিজ্ঞতা ভাগ করে নেবেন। 


মাস্টারক্লাসের সময়সূচী :
মার্চ ৩ – ব্লকবাস্টার চলচ্চিত্রের প্রযোজনা  

বক্তা :
সবু ইয়ারলাগাড্ডা (প্রযোজক, বাহুবলী সিরিজ)

প্রধান বিষয় – গভীর প্রভাব সৃষ্টিকারী চলচ্চিত্রের নির্মাণ, অর্থের যোগান এবং প্রযোজনা।

যোগ দিন জুমের মাধ্যমে  
https://us06web.zoom.us/j/87875515586?pwd=rBBuTksjMQzVw4if3hEIc71Hg1nFMB.1 

মার্চ ৪ – বিশ্বমঞ্চের প্রযোজনা 

বক্তা: 
গুনিত মঙ্গা (অস্কার বিজয়ী প্রযোজক)

প্রধান বিষয় :  ভারতীয় চলচ্চিত্রকে কীভাবে বিশ্ব বাজারে নিয়ে যাওয়া যায়, সহ প্রযোজনা, অর্থের যোগান ও পরিবেশন  

যোগ দিন জুমের মাধ্যমে  

https://us06web.zoom.us/j/87875515586?pwd=rBBuTksjMQzVw4if3hEIc71Hg1nFMB.1 


মার্চ ৫ (টিবিসি)- অ্যানিমেশনের চরিত্র ও পরিবেশ গঠন 

বক্তা :
আরনাউ ওল্লে লোপেজ (অ্যানিমেশন বিশেষজ্ঞ)

প্রধান বিষয় – চরিত্র মাফিক গল্পকথন ও পরিবেশ নির্মাণ 

যোগ দিন জুমের মাধ্যমে 
https://us06web.zoom.us/j/88513001690?pwd=ac2Ra8475uuWBQrt7CCiXjgYsZpOhA.1


মার্চ ৬ – বিভিন্ন মাধ্যমে গল্প বলা 

বক্তা :  
অনু সিং চৌধুরি (চিত্রনাট্যকার ও সাংবাদিক)

প্রধান বিষয় – চিত্রনাট্যের কলাকৌশল এবং চলচ্চিত্র, সিরিজ ও বইতে গল্পবলা 

যোগ দিন জুমের মাধ্যমে 
https://us06web.zoom.us/j/87830821165?pwd=AdPFfRBzlyuauTKblJt2brbWQGlmzL.1

২৬ এবং ২৭ ফেব্রুয়ারি ২টি মাস্টার ক্লাসের আয়োজন করা হয়। ২৬ তারিখে লেখক ও চিত্রনাট্য বিশেষজ্ঞ ফারুখ ধন্ধি চিত্রনাট্য লেখা ও গল্প বলা নিয়ে বক্তব্য রাখেন। ২৭ ফেব্রুয়ারি চলচ্চিত্র ডিজাইন ও দৃশ্যশ্রাব্য নির্মাণ নিয়ে বক্তব্য রাখেন প্রোডাকশন ডিজাইনার, ভিজুয়াল আটিস্ট রূপালি গততি। 

 


SC/ SD /AG


(Release ID: 2106944) Visitor Counter : 32