রাষ্ট্রপতিরসচিবালয়
ছাতারপুরের গাধায় এক গণবিবাহ অনুষ্ঠানে রাষ্ট্রপতি
Posted On:
26 FEB 2025 2:40PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ২৬ ফেব্রুয়ারি, মধ্যপ্রদেশের ছাতারপুরের গাধায় গণ বিবাহের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শ্রী বাগেশ্বর জনসেবা সমিতি এই মহতী উদ্যোগের আয়োজন করে।
এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, আমাদের দেশ অতীতে মহিলাদের উন্নয়নের বিষয়ে গুরুত্ব দিতো। কিন্তু বর্তমানে দেশ মহিলাদের নেতৃত্বে উন্নয়নে এগিয়ে চলেছে। আর তাই আমাদের মেয়েদের আরও শক্তিশালী ও দক্ষ করে তুলতে হবে। নারী শিক্ষা, স্বাস্থ্য ও সুরক্ষার প্রতি সকলকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। ব্যক্তিগতস্তরে প্রত্যেকের ক্ষুদ্র প্রয়াসই মহিলাদের ক্ষমতাশালী করে তুলতে পারে। তাঁদের শিক্ষিত এবং স্বনির্ভর হয়ে ওঠার জন্য সব ধরনের উদ্যোগ গ্রহণ করার পরামর্শ দেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, যুগ যুগ করে আমাদের সভ্যতায় সাধু সন্ন্যাসীরা জনসাধারণকে পথ দেখিয়ে এসেছেন। সমসাময়িক সমাজে বিভিন্ন সামাজিক ব্যাধির বিরুদ্ধে তারা সোচ্চার হয়েছেন। জাতপাত, লিঙ্গ সহ অন্যান্য বিষয়ের উপর ভিত্তি করে যখনই কোনো বৈষম্য দেখা দিয়েছে তখনই এই সাধু সন্ন্যাসীরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। গুরু নানক, সন্ত রবিদাস, সন্ত কবিরদাস, মীরাবাঈ, অথবা সন্ত তুকারাম প্রত্যেকেই জনসাধারণকে শিক্ষার মাধ্যমে তাঁদের সঠিক পথ বেছে নিতে অনুপ্রাণিত করেছেন। ভারতীয় সমাজে তাঁদের অবদানকে যথাযথ সম্মান দেওয়া হয়। রাষ্ট্রপতি বলেন, আত্মনির্ভর, সৌহার্দ্যপূর্ণ এবং পরিবেশবান্ধব ভারত গড়ার ক্ষেত্রে বর্তমান সময়কালের আধ্যাত্মিক নেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।
রাষ্ট্রপতির মূল ভাষণটি পড়ার জন্য নীচের লিঙ্কে ক্লিক করুন –
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/feb/doc2025226509001.pdf
SC/CB/SKD
(Release ID: 2106442)
Visitor Counter : 45