স্বরাষ্ট্র মন্ত্রক
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহের পৌরোহিত্যে এক উচ্চ পর্যায়ের কমিটি পাঁচটি রাজ্যকে অতিরিক্ত কেন্দ্রীয় সহায়তা বাবদ ১,৫৫৪ কোটি ৯৯ লক্ষ টাকা দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে
ত্রিপুরার জন্য ২৮৮ কোটি ৯৩ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে
Posted On:
19 FEB 2025 10:52AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহের পৌরোহিত্যে একটি উচ্চ পর্যায়ের কমিটি জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা তহবিল – ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফান্ড (এনডিআরএফ)-এর জন্য অতিরিক্ত কেন্দ্রীয় সহায়তা বাবদ ১,৫৫৪ কোটি ৯৯ লক্ষ টাকা বরাদ্দের প্রস্তাব অনুমোদন করেছে। ২০২৪ সালে এই রাজ্যগুলি বন্যা, হরপা বান, ভূমিধ্বস এবং ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়। সংশ্লিষ্ট রাজ্যগুলির জনসাধারণ প্রাকৃতিক বিপর্যয়ের ফলে যে সমস্যার সম্মুখীন হয়েছেন, তার নিরসনে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
এই অর্থের মধ্যে ত্রিপুরা ২৮৮ কোটি ৯৩ লক্ষ, ওড়িশা ২৫৫ কোটি ২৪ লক্ষ, অন্ধ্রপ্রদেশ ৬০৮ কোটি ৮ লক্ষ, নাগাল্যান্ড ১৭০ কোটি ৯৯ লক্ষ এবং তেলেঙ্গানা ২৩১ কোটি ৭৫ লক্ষ টাকা পাবে। ২০২৪-২৫ অর্থবর্ষে কেন্দ্রীয় সরকার ২৭টি রাজ্যের রাজ্য বিপর্যয় মোকাবিলা তহবিলে ১৮,৩২২ কোটি ৮০ লক্ষ টাকা দিয়েছে। এছাড়াও, ১৮টি রাজ্যকে জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে ৪,৮০৮ কোটি ৩০ লক্ষ টাকা এবং ১৪টি রাজ্যে বিপর্যয়ের ক্ষয়ক্ষতির মোকাবিলার জন্য বিশেষ তহবিলে ২,২০৮ কোটি ৫৫ লক্ষ টাকা দেওয়া হয়েছে। বিপর্যয়ের ক্ষয়ক্ষতি মোকাবিলার জন্য জাতীয় স্তরের বিশেষ তহবিল থেকে আটটি রাজ্যকে ৭১৯ কোটি ৭২ লক্ষ টাকা দেওয়া হয়েছে। যে কোনো রাজ্যে প্রাকৃতিক বিপর্যয়ের পরেই কেন্দ্রীয় সরকার সংশ্লিষ্ট রাজ্যগুলি থেকে আনুষ্ঠানিক প্রস্তাব আসার আগেই আন্তঃমন্ত্রক কেন্দ্রীয় দল পাঠিয়ে থাকে।
SC/CB/DM.
(Release ID: 2104656)
Visitor Counter : 19