প্রধানমন্ত্রীরদপ্তর
আসামের যোগীঘোপায় অন্তর্দেশীয় জলপথ টার্মিনাল উদ্বোধনের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী
Posted On:
18 FEB 2025 9:21PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আসামের যোগীঘোপায় ব্রহ্মপুত্র নদ (জাতীয় জলপথ-২)-এ অন্তর্দেশীয় জলপথ টার্মিনাল উদ্বোধনের প্রশংসা করেছেন।
কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ এবং আয়ুষ মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়াল, ভুটানের অর্থমন্ত্রী শ্রী ল্যোংপো নামগিয়াল দর্জির সঙ্গে যৌথভাবে এর উদ্বোধন করেন। অত্যাধুনিক এই টার্মিনালটি মাল্টি-মোডাল লজিস্টিক্স পার্কের সঙ্গে যুক্ত। যোগীঘোপা একটি আন্তর্জাতিক বন্দর হিসেবে আগামীদিনে আত্মপ্রকাশ করতে পারে। ভুটান এবং বাংলাদেশ এই বন্দর ব্যবহারের সুবিধা পাবে। এছাড়াও, আসাম এবং উত্তর-পূর্বাঞ্চলে পণ্যসামগ্রী পরিবহণের ক্ষেত্রে এই বন্দর বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
কেন্দ্রীয় মন্ত্রী শ্রী সোনোয়ালের সামাজিক মাধ্যম এক্স-এ পাঠানো এক বার্তার প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী বলেছেন :
“পরিকাঠামোর উন্নয়ন এবং প্রগতি ও সমৃদ্ধির জন্য অন্তর্দেশীয় জলপথ ব্যবহার করতে উৎসাহিত করার উদ্দেশ্যে আমাদের প্রয়াসের এটি এক উল্লেখযোগ্য সংযোজন।”
SC/CB/DM.
(Release ID: 2104655)
Visitor Counter : 13
Read this release in:
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada