উপ-রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

উপরাষ্ট্রপতি ১৫ ফেব্রুয়ারি জম্মু (জম্মু ও কাশ্মীর) সফর করবেন

Posted On: 13 FEB 2025 3:41PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৩ ফেব্রুয়ারি , ২০২৫

 

উপরাষ্ট্রপতি শ্রী জগদীপ ধনখড় ১৫ ফেব্রুয়ারি জম্মু (জম্মু ও কাশ্মীর) সফর করবেন।

একদিনের এই সফরে উপরাষ্ট্রপতি শ্রী মাতা বৈষ্ণোদেবী বিশ্ববিদ্যালয়ের দশম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশ্ববিদ্যালয়ের মাতৃকা অডিটোরিয়াম প্রাঙ্গনে এই সমাবর্তনের আয়োজন করা হয়েছে।  

উপরাষ্ট্রপতি মাতা বৈষ্ণোদেবী মন্দির ও ভৈঁরো জি মন্দিরও পরিদর্শন করবেন।


SC/SS/NS….


(Release ID: 2103183) Visitor Counter : 18