সহযোগ মন্ত্রক
azadi ka amrit mahotsav

মহাকুম্ভ ২০২৫ : প্রয়াগরাজে ভক্তদের সুলভ মূল্যে ভালোমানের রেশন দিতে বিশেষ কর্মসূচি

Posted On: 09 FEB 2025 7:16PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৯ ফেব্রুয়ারি, ২০২৫


প্রয়াগরাজে মহাকুম্ভ ২০২৫-এর সময়ে কেন্দ্রীয় সরকারের বিশেষ কর্মসূচিতে ভক্তদের সুলভে ভালোমানের রেশন দেওয়া হচ্ছে। এনএএফইডি (ন্যাশনাল এগরিকালচারাল কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া) আটা, ডাল, চাল এবং অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য দিচ্ছে ভর্তুকিযুক্ত হারে। ভক্তরা হোয়াটসঅ্যাপ বা ফোন করেও রেশন চাইতে পারেন। ইতিমধ্যেই ১ হাজার মেট্রিকটনের বেশি রেশন বিতরণ করা হয়েছে। ২০টি মোবাইল ভ্যানের মাধ্যমে গোটা মহাকুম্ভ নগর এবং প্রয়াগরাজে বিতরণ করা হচ্ছে।

মহাকুম্ভে যাতে সন্ত, কল্পবাসী এবং ভক্তরা খাদ্যের অভাবে না ভোগেন সেইজন্য রেশন বিতরণ করা হচ্ছে মোবাইল ভ্যানের মাধ্যমে। এনএএফইডি-র রাজ্য প্রধান রোহিত জৈন জানিয়েছেন, এই বিশেষ কর্মসূচিটি চালাচ্ছে সমবায় মন্ত্রক, যাতে কোনো ভক্তকে খাদ্য সংক্রান্ত সমস্যায় না পড়তে হয়। এনএএফইডি-র এমডি দীপক আগরওয়াল ব্যক্তিগতভাবে পুরো কাজটির তদারক করছেন, যাতে প্রত্যেক ব্যক্তি ঠিক সময়ে তাদের জন্য বরাদ্দ খাদ্য হাতে পান।

মহাকুম্ভে থাকা ভক্তরা ৭২৭৫৭৮১৮১০ নম্বরে কল করে অথবা হোয়াটঅ্যাপ করে রেশন চাইতে পারেন। ভর্তুকিতে যেসব জিনিস দেওয়া হচ্ছে তা হল – ১০ কেজি প্যাকেটে আটা এবং চাল, ১ কেজির প্যাকেটে মুগ, মুসুর এবং ছোলার ডাল। মোবাইল ভ্যানের মাধ্যমে বরাত পেলেই দ্রুত রেশন পৌঁছে দেওয়া হচ্ছে সংশ্লিষ্ট আশ্রম এবং সাধু সন্তদের।

এপর্যন্ত ৭০০ মেট্রিকটন আটা, ৩০০ মেট্রিকটন ডাল (মুগ, মুসুর এবং ছোলার ডাল) এবং ১০ মেট্রিকটন চাল বিতরণ করা হয়েছে। ভক্তদের মধ্যে এনএএফইডি-র দ্রব্য এবং ‘ভারত ব্র্যান্ড’ শস্য দ্রুত জনপ্রিয়তা অর্জন করছে। 

এই কর্মসূচির মাধ্যমে সরকার মহাকুম্ভে উপস্থিত লক্ষ লক্ষ ভক্তকে ভালো মানের রেশন দিচ্ছে শুধু তাই নয়, গোটা প্রক্রিয়াটিকে সুষ্ঠু এবং সহজ করছে। মোবাইল ভ্যান এবং অন-কল সুবিধা এই পরিষেবাকে আরও কার্যকর করেছে, যাতে প্রত্যেক ভক্তের কাছে মহাকুম্ভ ২০২৫ একটি সুন্দর এবং মনে রাখার মতো অভিজ্ঞতা হয়ে থেকে যায়। 

 

SC/AP/SKD


(Release ID: 2101309) Visitor Counter : 23