জাহাজচলাচলমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতীয় বন্দরগুলিতে পণ্য ওঠানো-নামানোর পরিমাণ

Posted On: 05 FEB 2025 1:38PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি, ২০২৫


২০২৪ অর্থ বছরে ভারতীয় বন্দরগুলিতে যে পরিমাণ পণ্য ওঠানো-নামানো হয়েছে তার বিবরণ নীচে দেওয়া হল। সেইসঙ্গে গত তিন বছরের প্রবণতাও দেওয়া হল:

রপ্তানি-প্রধান শিল্পগুলিতে যথাযথ লজিস্টিক্স সরবরাহের জন্য সরকার নতুন বার্থের নির্মাণ, নতুন টার্মিনাল ও পার্কিং প্লাজা নির্মাণ, বর্তমান বার্থগুলির আধুনিকীকরণ/স্বয়ংক্রিয়করণ/সক্ষমতা বৃদ্ধি, ডিজিটালাইজেশনের মাধ্যমে প্রক্রিয়ার সরলীকরণ, রেল ও সড়কপথের মাধ্যমে মূল ভূখণ্ডের সঙ্গে বন্দরের সংযোগ বৃদ্ধির মতো বহু পদক্ষেপ নিয়েছে।

রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়াল এই তথ্য জানিয়েছেন।

SC/SD/DM


(Release ID: 2100161) Visitor Counter : 45