স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

জাতীয় ঘূর্ণিঝড় ঝুঁকি মোকাবিলা প্রকল্প (এনসিআরএমপি)

Posted On: 04 FEB 2025 2:43PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫

 

 

৮টি উপকূলবর্তী রাজ্যে দুটি পর্যায়ে জাতীয় ঘূর্ণিঝড় ঝুঁকি মোকাবিলা প্রকল্পের (এনসিআরএমপি) রূপায়ণ করা হয়েছে। প্রথম পর্যায়ে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় এর রূপায়ণ হয়। দ্বিতীয় পর্যায়ে এর আওতায় আনা হয় গোয়া, গুজরাট, কর্ণাটক, কেরল, মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গকে।

 

এই প্রকল্পের আওতায় রাজ্যগুলিকে যে টাকা দেওয়া হয়েছে, তার পর্যায় ও বছর ভিত্তিক বিস্তারিত হিসেব নীচের লিঙ্কে দেওয়া হল। রাজ্য ভিত্তিক পরিকাঠামো নির্মাণের বিশদ বিবরণও এখানে পাওয়া যাবে। 

 

এই প্রকল্পের আওতায় নির্মিত পরিকাঠামো রক্ষণাবেক্ষণের দায়িত্ব রাজ্য সরকারগুলির। বহু উদ্দেশ্যসাধক ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রগুলির (এমপিসিএস) পরিচালনার জন্য রক্ষণাবেক্ষণ ও পরিচালন কমিটিগুলি রেজিস্টার্ড সোসাইটি হিসেবে নথিভুক্ত করা হয়েছে। এই কমিটিগুলির জন্য রাজ্যগুলিকে এককালীন ৫ লক্ষ টাকা বরাদ্দ করার অনুরোধ জানানো হয়েছে। এই তহবিলের সুদ থেকে কমিটিগুলি রক্ষণাবেক্ষণের খরচ চালাবে। দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণের জন্য রাজ্য বাজেটে তহবিল গঠনের কথা বলা হয়েছে।

 

লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী নিত্যানন্দ রাই এই তথ্য জানিয়েছেন।

 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2099536

 

 

SC/SD/SKD


(Release ID: 2099824) Visitor Counter : 20